হাতুরুর নতুন কৌশল, এবার রাতে অনুুশীলন

আগস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপ, অক্টোবরে বিশ্বকাপ। টাইগারদের জন্য সামনে অপেক্ষা করছে মহা গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট। আর তাই ক্রিকেটারদের পরিপূর্ণ প্রস্তুতির লক্ষ্যে সুযোগ সুবিধার কোনো কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ফ্লাডলাইট স্থাপন করেছে বোর্ড। এর ফলে, ক্রিকেটাররা এখন সন্ধ্যার পরেও অনুশীলন করতে পারবে।

এর আগে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের মূল মাঠে এত দিন শুধু দিনের বেলাতেই অনুশীলন করতে পারতেন ক্রিকেটাররা। তবে আগামী ৮ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পে ক্রিকেটাররা সকাল থেকে রাত পর্যন্ত, যে কোনো সময়েই অনুশীলন করতে পারবেন। এরই মধ্যে রবিবারে পরীক্ষামূলক ভাবে এ ফ্লাডলাইটগুলো জ্বালানো হয়। পুরো ইনডোর মাঠে পর্যাপ্ত আলো সরবরাহ নিশ্চিত করতে ৬ টি ফ্লাড লাইট স্থাপন করেছে বিসিবি।

এশিয়া কাপকে সামনে রেখে ৩২ জন ক্রিকেটার নিয়ে অনুশীলন ক্যাম্প করবে বিসিবি। অবশ্য তার আগে সিংহভাগ ক্রিকেটাররাই দিচ্ছেন ফিটনেস টেস্ট। ৮ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্পের মাধ্যমেই মূলত বেছে নেওয়া হবে এশিয়া কাপের স্কোয়াড। ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের স্কোয়াডটাই হতে পারে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। তাই মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এ অনুশীলন ক্যাম্প অনেকের জন্যই ভাগ্য নির্ধারক হতে চলেছে।

তবে বিসিবির প্রচেষ্টা শুধু ফ্লাড লাইট স্থাপনেই থেমে নেই। তাদের নজরে ইনডোর মাঠ ছাড়াও রয়েছে একাডেমি মাঠ। সেখানে মূলত ছাদ বিশিষ্ট উইকেট বানানো হচ্ছে। যাতে করে ক্রিকেটাররা বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়াতেও নির্দ্বিধায় অনুশীলন চালিয়ে যেতে পারে।

অবশ্য এত সব আয়োজনের মাঝেও ঘুরেফিরে আসছে একটি প্রশ্ন। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে? অধিনায়কত্ব থেকে তামিমের প্রস্থানের পরই শূন্য হয়ে রয়েছে পদটি। ধারণা করা হচ্ছে, সাকিবের কাঁধেই উঠতে পারে কাপ্তানির দায়িত্ব। তবে এখন পর্যন্ত কিছু যদি কিন্তুর উপর ঝুলে আছে সে সিদ্ধান্ত। সাকিবের সাথে আলাপ করেই তবে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। তবে সাকিব ক্যাপ্টেন্সি নিতে অপরাগতা জানালে নতুন কোনো অধিনায়ক পেতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে লিটনের সম্ভাবনাই জোরালো।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link