চার নম্বর পজিশনে কিংবদন্তিরা

টেস্ট ক্রিকেটে চার নম্বর পজিশনকে বলা হয় ব্যাটিং অর্ডারের হৃদপিণ্ড। কঠিন পরিস্থিতিতে হাল ধরার দায়িত্ব যেমন থাকে, তেমনি দলের ইনিংস গড়ার সিংহভাগ কাজটাও করতে হয় এই পজিশনে থাকা ব্যাটারকে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই চার নম্বরেই দেখা গেছে অনেক কিংবদন্তির উপস্থিতি।

টেস্ট ক্রিকেটে চার নম্বর পজিশনকে বলা হয় ব্যাটিং অর্ডারের হৃদপিণ্ড। কঠিন পরিস্থিতিতে হাল ধরার দায়িত্ব যেমন থাকে, তেমনি দলের ইনিংস গড়ার সিংহভাগ কাজটাও করতে হয় এই পজিশনে থাকা ব্যাটারকে। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই চার নম্বরেই দেখা গেছে অনেক কিংবদন্তির উপস্থিতি। এই পজিশনে ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন কারা! তা দেখে নেওয়া যাক।

১৭৯ ম্যাচে চার নম্বরে নেমে ১৩ হাজার ৪৯২ রান করে সবার উপরেই শচীন টেন্ডুলকার। টেস্ট ইতিহাসেরই অন্যতম সেরা এই ব্যাটার এমন সব রেকর্ড নিজের নামে করেছেন তা ভাঙা যেন একপ্রকার অসাধ্য!

এরপরের নামটাই শচীনের যোগ্য উত্তরসূরী বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে থাকা বিরাট এই পজিশনে ৯৯ ম্যাচ খেলে করেছেন ৭ হাজার ৫৬৪ রান। দীর্ঘদিন এই পজিশন আগলে রেখেছেন, সাদা পোশাকে ভারতের আধিপত্যে অনেকটা অংশ জুড়ে তাঁর নাম।

তৃতীয় স্থানে থাকা নামটি গুণ্ডাপ্পা বিশ্বনাথ। ৫২ ম্যাচে ৫ হাজার ৮১ রান করে তিনি এখনো স্মরণীয় হয়ে আছেন ভারতীয় ক্রিকেট মহলে। তাঁর ব্যাটিংয়ে ছিল শিল্পের ছোঁয়া, ছিল টেস্ট ক্রিকেটের নিখুঁত টেম্পারমেন্ট।

চতুর্থ স্থানে আছেন দিলিপ ভেংসরকার— ৪৩ ম্যাচে করেছেন ২ হাজার ৬০৫ রান। আর তালিকার পঞ্চম ও শেষ নামটি— বিজয় মাঞ্জরেকার। ৩৮ ম্যাচে যার রান সংখ্যা ১ হাজার ৭১৪।

এই পরিসংখানগুলো কেবলই সংখ্যা নয়, তুলে ধরে ভারতের টেস্ট ইতিহাসের ব্যাটিংয়ের ধারাবাহিকতা, মান ও ক্লাস। যেখানে একদিকে শচীন-কোহলির মতো আধুনিক যুগের মহানায়কেরা আছেন, অন্যদিকে আছেন বিশ্বনাথ, ভেংসরকার বা মাঞ্জরেকারের মতো ক্লাসিক যুগের সুনিপুণ কারিগররাও।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link