রোহিত ‘রেকর্ডমানব’ শর্মা

সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৬১ রানের ঝড়ো ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। আর এই ইনিংস দিয়ে রেকর্ড বইয়েও ঝড়ের সৃষ্টি করেছেন তিনি।

ঘরের মাঠে বিশ্বকাপ, অধিনায়ক হিসেবে রোহিত শর্মার দায়িত্ব তাই এবার একটু বেশি। সেই দায়িত্ব অবশ্য দারুণভাবে পালন করছেন তিনি; এখন পর্যন্ত নয় ম্যাচ খেললেও হারের মুখ দেখতে হয়নি তাঁকে। শুধু অধিনায়কত্ব নয়, ব্যাট হাতেও দলকে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা; প্রতি ম্যাচেই ভারতকে এনে দিচ্ছেন উড়ন্ত সূচনা।

সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে ৬১ রানের ঝড়ো ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। আর এই ইনিংস দিয়ে রেকর্ড বইয়েও ঝড়ের সৃষ্টি করেছেন তিনি।

এদিন ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪০০০ রান করার কৃতিত্ব অর্জন করেছেন রোহিত। ক্যারিয়ারের শুরুতে ওপেনার হিসেবে না খেললেও সময়ের সাথে সাথে ব্যাটিং অর্ডারে প্রমোশন হয়েছিল তাঁর, নিজেকে মানিয়েও নিয়েছেন দারুণভাবে; যার প্রমাণ এসব পরিসংখ্যান।

এছাড়া প্রথম ক্রিকেটার হিসেবে টানা দুইটি বিশ্বকাপে ৫০০+ রান করার রেকর্ডের মালিকও বনে গিয়েছেন ভারতীয় দলপতি। গত ইংল্যান্ড বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি, এবারও টুর্নামেন্টের সেরা ব্যাটারদের কাতারেই আছেন তিনি।

প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপের এক আসরে ৫০০ এর বেশি রান করার কীর্তি গড়েছেন এই ডানহাতি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর তাঁর মোট সংগ্রহ এখন ৫০৩ রান; যা তাঁকে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় চার নাম্বারে রেখেছে।

শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে একটি বিশ্বকাপে রোহিতের চেয়ে বেশি চার কিংবা ছক্কা হাঁকাতে পারেনি আর কোন ক্রিকেটার। এই বিশ্বকাপে সব দলের বিপক্ষেই বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়েছেন তিনি, এমন মাইলফলক স্পর্শ করা তাই অবাক হওয়ার মত কিছু নয়। আবার চলতি বছরের মাস দেড়েক বাকি থাকতেই ওয়ানডে ফরম্যাটে এক বছরে সর্বোচ্চ ছয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন হিটম্যান।

রোহিত শর্মা যেভাবে ছুটছেন তাঁকে এখন থামানো প্রায় দু:সাধ্য। এভাবে ছুটতে থাকলে সেমিফাইনাল, ফাইনালেও নিশ্চয়ই নতুন অনেক রেকর্ড ভেঙে গড়বেন তিনি; সেই সাথে এক যুগ পর ভারতকে এনে দেবেন বিশ্ব জয়ের স্বাদ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...