ইডেন গার্ডেনসে ম্যাচের উত্তেজনা ছিল বটে, কিন্তু তার চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠল টসের মঞ্চ। ব্যাট-বলের আলোচনা দূরে থাক, ধারাভাষ্যকার ড্যানি মরিসনের প্রশ্নে যেন ক্রিকেট মাঠ মুহূর্তে রূপ নিল বলিউডের সেটে।
গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিলের কাছে তাঁর প্রশ্নটা ছিল এমন, ‘তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। সামনেই কি তোমার বিয়ে?’
অবাক শুভমান গিল বিস্ময় কাটিয়ে ঠোঁটে এক চিলতে হাসি নিয়ে বললেন, ‘না, না। তেমন কিছু নয়।’ এবং ঠিক সেই মুহূর্তে হাওয়ায় মিশে গেল একফোঁটা লাজুক হাসি, এক চিমটে রহস্য।
কিন্তু, প্রশ্নটা এখানেই থেমে নেই। বরং তা যেন তুলে আনল পুরনো সেই কৌতূহলী গল্প— সারা টেন্ডুলকার আর শুভমানের কথিত সম্পর্ক। বলিউডের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একমাত্র মেয়ে, আর ভারতীয় ক্রিকেটের উদীয়মান নায়ক নাকি অনেকদিন ধরেই ভাসছেন একই ভেলায়।
মাঠে সারার উপস্থিতি, ইনস্টাগ্রামের ফলো কিংবা আনফলো – গুঞ্জনের গতি আর থামে না। আর সেই আবহেই মরিসনের এই প্রশ্ন যেন আগুনে ঘিঁ ঢেলে দিল।
যদিও গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবেও শুভমান কিন্তু একদম দারুণ ফর্মে আছেন। ৫৫ বলে ৯০ রান করে তিনি সদ্যই হারালেন কলকাতা নাইট রাইডার্সকে, খোদ ইডেন গার্ডেন্সে। আট ম্যাচে ৩০৫ রান করেছেন স্ট্রাইক রেট ১৫০-র উপরে। তিনটি হাফ সেঞ্চুরি ও ছয়টি চয় — পরিসংখ্যান বলে, তিনি শুধু রোমান্সের নায়ক নন, দলেরও মূল কান্ডারি।