শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। একমাত্র প্রস্তুতি ম্যাচে লাল দলকে ২৮৫ রানের লক্ষ্য দিয়েছে সবুজ দল।
বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) চার নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচটি শুরু হয় সকাল পৌনে দশটায়। আর এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেছেন সৌম্য সরকার, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব। আর বল হাতে দুই উইকেট শিকার করেছেন মেহেদি হাসান।
টসে হেরে ব্যাট করতে নামা সবুজ দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। দারুণ খেলতে থাকা এই দুই ওপেনার অন্য ব্যাটসম্যানদের প্রস্তুতির সুযোগ দিতে সেচ্ছায় অবসরে যান। নাঈম সেখ করেন ৩৮ রান ও সৌম্যর ব্যাট থেকে আসে ৬০ রান।
এরপর উইকেটে আসেন সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুন। কিন্তু উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি কেউই। ঝড়ো শুরু করে সাকিব ফিরে যান ২০ বলে ২৮ রান করে এবং মিঠুন আউট হয়ে যান ৩ রান করে। তবে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সবুজ দলকে।
মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের হাফ সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সবুজ দল। মাহমুদউল্লাহ ৬২ রান ও আফিফ ৬৪ রান করে অবসরে যাওয়ার পর শেষের দিকে ১৭ রান করেন মেহেদি হাসান মিরাজ। লাল দলের পক্ষে দুটি উইকেট শিকার করেন শেখ মেহেদি হাসান।
বল হাতে নিষ্প্রভ ছিলেন মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি এই পেসার সাত ওভার বোলিং করে কোনো উইকেট পাননি। রান হজম করেছেন ৪৮ টি।
- সংক্ষিপ্ত স্কোর: (প্রথম ইনিংস শেষে)
সবুজ দল: ২৮৪/৩ (ওভার: ৪৫; নাঈম- ৩৮* (অবসর), সৌম্য – ৬০* (অবসর), সাকিব- ২৮, মিঠুন- ৩, মাহমুদউল্লাহ- ৬২ (অবসর), আফিফ- ৬৪ (অবসর), মিরাজ- ১৭, বিপ্লব ৩*) (মুস্তাফিজ- ৭-০-৪৮-০, মেহেদি- ৯-০-৪০-২, সৈকত- ৮-১-৩৮-০, সাইফউদ্দিন- ৯-০-৬৫-০, শরিফুল- ৭-০-৪৫-১, নাসুম ৫-০-৪৪-০)
- বিসিবি লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
- বিসিবি সবুজ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত,আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম।