কখনো কি মনে প্রশ্ন জেগেছে, লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জয়ী গোল করেছেন কে? ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি? স্প্যানিশ ফুটবল লিগের কথা উঠলে সম্ভবত এই দু’টো নামই সবার আগে চলে আসে। তারা দুইজনই যে স্প্যানিশ ফুটবলের জনপ্রিয়তাকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। তাদের ফুটবলীয় শৈলিতে বুদ হয়ে থেকেছিল গোটা বিশ্ব।
এই দুইজন অবশ্যই রয়েছে সেরা পাঁচে। তবে তারা ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন স্প্যানিশ ফুটবলের মঞ্চে। চলুন দেখে নেওয়া যাক, দলকে জেতাতে কে কতগুলো গোল করেছেন।
- রাউল গঞ্জালেস (স্পেন)
স্প্যানিশ তারকা রাউল গঞ্জালেস লা লিগায় গোল করেছেন ২২৮টি। যার ৩২ শতাংশ গোলই তিনি করেছেন ম্যাচ ভাগ্য নির্ধারণে। মেসি-রোনালদো যুগের আগে সম্ভাব্য প্রায় সকল রেকর্ড ভেঙে নতুন করে গড়ার কারিগর ছিলেন রাউল। তার করা ৭২টি গোল দলকে জয় পেতে সহয়তা করেছে।
- আঁতোয়ান গ্রিজম্যান (ফ্রান্স)
ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজম্যান ক্যারিয়ারের লম্বা সময় ধরে গায়ে জড়িয়ে রেখেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের জার্সি। এই জার্সিতে এখন অবধি ৩৮ শতাংশ গোলেই নির্ধারণ করে দিয়েছেন অ্যাতলেটিকোর ম্যাচ ভাগ্য। ৭৬টি গোল করে তিনি দলের জয় নিশ্চিত করেছেন। এখনও তার কাছে সুযোগ রয়েছে এই পরিসংখ্যান আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার।
- হুগো সানচেজ (মেক্সিকো)
১৯৮০-৯০ এর দশকে তার গোল করার দক্ষতায় মুগ্ধতা ছড়িয়েছেন হুগো সানচেজ। ক্যারিয়ার জুড়ে বহু গোল করেছেন তিনি অ্যাতলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়োকানোর জার্সিতে। ২৩৪ গোল করেছেন তিনি লা লিগায়। যার মধ্যে ৩৫ শতাংশ অর্থাৎ ৮১টি গোল তিনি করেছেন দলকে ম্যাচ জেতানোর ক্ষেত্রে।
- ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
যখনই দলের জন্যে গোল করা প্রয়োজন, তখনই এগিয়ে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে এক স্বর্ণালী সময় পার করেছেন তিনি। এই সময়ে ৩১১ খানা গোল করেছেন। যার মধ্যে ২৮ শতাংশ গোল মাদ্রিদকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত জয়। ৮৮টি ম্যাচ উইনিং গোল এসেছে রোনালদোর কাছ থেকে।
- লিওনেল মেসি (আর্জেন্টিনা)
বর্ণাঢ্য এক ক্যারিয়ারের পুরোটাই বার্সেলোনাকে উজাড় করে দিয়েছিলেন লিওনেল মেসি। তিনি মাঠে থাকা মানেই যে করে হোক জয় খুঁজে পাবে কাতালান ক্লাবটি। সে জন্যে ১২৪টি গোল করেছেন তিনি দলের প্রত্যাশিত জয় হাসিলের জন্যে। এছাড়া লা লিগায় ৪৭৪টি গোল করেছেন তিনি। শতকরা হিসেবে মেসির করার ২৬ শতাংশ গোলে নিশ্চিত হয়েছে বার্সেলোনার জয়।