৩৩৫ দিন, দীর্ঘ ৩৩৫ দিন পরে মাঠে ফিরেছেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভি। মাঠে নামার সময় তাকে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরিয়েই যেন স্বাগত জানালেন বার্সার আরেক তরুণ ভরসা পেড্রি। বার্সেলোনাকে কেন সমর্থকেরা মোর দ্যান এ ক্লাব বলে তার নিদর্শন হয়ে রইলো এই দৃশ্য।
মাঠের খেলায়ও সমর্থকদের পূর্ণ সন্তুষ্টিই দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। রাফিনহা, লেওয়ানডস্কিরা ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে রীতিমত স্টিম রোলার চালিয়েছেন। ২৪ মিনিটে শুরু, রাফিনহার আদায় করা পেনাল্টি থেকে গোল করেন লেয়ানডস্কি। মিনিট চারেক সময়ের ব্যবধানেই দৃশ্যপটে হাজির বার্সেলোনার ‘গোল্ডেন বয়’ লামিন ইয়ামাল।
রাইট উইং থেকে কাট ব্যাক করে ডি বক্সের মধ্যে ঢুকে পাস দেন পেড্রির উদ্দেশ্যে। পেড্রি যেন ইনিয়েস্তা, প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ২০১৫ সালের এল ক্লাসিকো ফিরে এলো আবার। ডি বক্সের সামান্য বাহির থেকে ডান পায়ের মাপা জোরালো শট জায়গা করে নিয়েছে গোলপোস্টের টপ লেফট কর্নারে। যেন জানাতে চাইলেন পরের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমরা প্রস্তুত।
৩৯ মিনিটে রাফিনহার অ্যাসিস্ট থেকে লেওয়ানডস্কির দ্বিতীয় গোল। লিগে এই নিয়ে ১২ বার জালের দেখা পেয়েছেন পোলিশ তারকা। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তার কাছাকাছিও নেই আর কেউ। এই গোলের সুবাদেই ইউরোপের সেরা পাঁচ লিগে মেসি, রোনালদোর পরেই তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আসনে উঠে এসেছেন লেয়া।
কার্যত রবার্ট লেওয়ানডস্কির গোলেই ম্যাচ প্রথমার্ধেই শেষ হয়ে গিয়েছে। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। বদলী হিসেবে নামা আরেক তরুণ মিডফিল্ডার পাবলো তোরের জোড়া গোলে সেই আনুষ্ঠানিকতা ভালোভাবেই সেরেছে বার্সেলোনা। সেভিয়া অবশ্য ৮৭ মিনিটে একটা গোল শোধ করতে সক্ষম হয়েছে।
বার্সেলোনার পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদ। এই দুই ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার এবারের মৌসুম। এখন পর্যন্ত প্রস্তুতি ঠিকঠাক থাকলেও, গোলরক্ষক নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। বড় দলের বিপক্ষে বড় মঞ্চে পারবে তো বার্সেলোনা?