শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে দুই দেশি কোচ মিজানুর রহমান বাবুল ও তালহা জুবায়েরকে। পেস বোলিং কোচ ওটিস গিবসন ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন তালহা এবং টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে বাবুলকে।
সাবেক পেসার তালহা জুবায়ের অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করছেন আর মিজানুর রহমান বাবুল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করার পর এখন ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন।
জাতীয় দলে এই দুই কোচের দায়িত্ব পাওয়ার বিষয়টি খেলা ৭১- কে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন এই দুই কোচকে শুধু মাত্র শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্যই কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে।
ভাষাগত কারণে বিদেশি কোচদের থেকে দেশি কোচদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে সোহেল ইসলামকে স্পিন বোলিং কোচের দায়িদ্ব দেওয়ার পর সোহেল ইসলামকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
এই সিরিজ খেলতে ১৬ মে ঢাকায় এসে তিন দিনের কোয়ারেন্টাইনে রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন শেষে করোনা টেস্টে নেগেটিভ প্রমাণিত হলে ১৯ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে শ্রীলঙ্কা। দুই দিন অনুশীলন করার পর ২১ মে নিজেদের মধ্যে ভাগ হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) তিন নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবেন সফরকারী ক্রিকেটাররা।
ঈদের ছুটি শেষে আজ থেকে অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিন দিন অনুশীলন করার পর ২০ মে নিজেদের মধ্যে ভাগ হয়ে বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে আবার দুই দিন অনুশীলন করার সুযোগ পাবেন স্বাগতিক ক্রিকেটাররা।
২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২৫ মে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ২৮ মে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়। দেশের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল।