আগামীকাল বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে জিম্বাবুয়ে। তবে টেস্ট শুরু একদিন আগে আইসোলেশনে পাঠানো হয়েছে জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনকে। উইলিয়ামসের পরিবর্তে জিম্বাবুয়েকে একমাত্র টেস্টে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর।
এই দুই ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানোর বিষয়টি আজ নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের ম্যানেজার ডার্লিংটন মাজোঙ্গা। এই সিরিজে দুই দলের ক্রিকেটাররাই জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। কিন্তু জিম্বাবুয়ের এই দুই ক্রিকেটার তাদের পরিবারের সদস্যদের সংস্পর্শে এসে ছিলেন। দুই ক্রিকেটারের পরিবারই করোনায় আক্রান্ত।
এর আগে এই টেস্টের জন্য শন উইলিয়ামসকে অধিনায়ক করে গত এক জুলাই ২০ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। যেখানে প্রথম বারের মত স্কোয়াডে জায়গা পেয়েছেন চার নতুন মুখ। নতুন চার জন হলেন টানাকা শিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, তাকুজওয়ানাশে কাইতানো এবং ডিয়ন মেয়ার্স।
এই দুই ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানোর ফলে জিম্বাবুয়ের স্কোয়াড এখন ১৮ জনের। এই দুই ক্রিকেটারের পরিবর্তে কাউকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে কিনা এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
আগামীকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট। টেস্ট শেষে হারারে স্পোর্টস ক্লাব মাঠেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৬ জুলাই প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর পর ১৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ২০ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডতে মাঠে নামবে দুই দল।
ওয়ানডে সিরিজ শেষে একই মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। ২৫ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার পর ২৭ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সিরিজ খেলতে মাঠে নামার আগে সফরকারী বাংলাদেশ দল জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে একটা দু’দিনের ম্যাচ খেলেছে। সেটা ড্র হলেও, ব্যাটিং কিংবা বোলিং – দুই বিভাগেই নিজেদের ঝালিয়ে নিতে পেরেছে বাংলাদেশ।
- জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, টানাকা শিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জোঙ্গে, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো ও শন উইলিয়ামস (অধিনায়ক)।