গল টেস্টে সাকিব না থেকেও ছিলেন!

আলাপের শেষভাগে তাকে জিজ্ঞেস করা - বাংলাদেশ কি জিততে পারবে গল টেস্ট। খানিকটা ডিপ্লোম্যাটিক ঢঙে তিনি উত্তর দিলেন বাংলাদেশের সম্ভাবনা প্রবল। যদিও, বাংলাদেশ জিততে পারেনি। নিষ্প্রাণ ড্র নিয়ে শেষ হয় গল টেস্ট। অপেক্ষা এখন কলম্বো টেস্টের।

গলের গ্যালারিতে ঘুরতে ঘুরতে, দেখা হয়ে গেল শেহরান মালিকের সাথে। কে এই শেহরান মালিক? তিনি শ্রীলঙ্কান এই কন্টেন্ট ক্রিয়েটর। দীর্ঘক্ষণ আলাপচারিতা হল। তিনি জানালেন বাংলাদেশ এক অদ্ভুত দল। জিম্বাবুয়ের সাথে হেরে যায়, আবার শ্রীলঙ্কায় এসে জ্বলে ওঠে।

আলাপচারিতার এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করেছিলাম,  সাকিব আল হাসানকে সে মিস করছে কি-না। প্রথমে একটু মজার ছলে উত্তর দিলেন ‘না’।

হ্যাঁ, শ্রীলঙ্কান সমর্থক হিসেবে সাকিবকে তাঁর মিস করার কথাও নয়। কিন্তু পরবর্তীতে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন শেহরান। রীতিমত সাকিবের স্তুতিগাঁথা শুনিয়ে গেলেন অনর্গল।

তার সাথে আলাপচারিতা চলাকালে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। দেড়শ ছাড়িয়ে গলে নিজের দ্বিতীয় দ্বিশতকের পথেই ছিলেন মুশফিক। শেহরান তো বলেই বসলেন মুশফিক হয়ত পেয়ে যাবেন নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরি।

গল টেস্টে দিয়েই অবসরে যাচ্ছেন লঙ্কান কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথুস। শ্রীলঙ্কান এই কিংবদন্তির বিদায় লগ্নে দর্শক হিসেবে শেহরানের অভিমত অন্তত বলে দেয় ঠিক কতটা গুরুত্বপূর্ণ এক চরিত্র ছিলেন অ্যাঞ্জেলো।

আলাপের শেষভাগে তাকে জিজ্ঞেস করা – বাংলাদেশ কি জিততে পারবে গল টেস্ট। খানিকটা ডিপ্লোম্যাটিক ঢঙে তিনি উত্তর দিলেন বাংলাদেশের সম্ভাবনা প্রবল। যদিও, বাংলাদেশ জিততে পারেনি। নিষ্প্রাণ ড্র নিয়ে শেষ হয় গল টেস্ট। অপেক্ষা এখন কলম্বো টেস্টের।

Share via
Copy link