সাদা বলে ‘ইতি’ বিরাট

এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ছিলেন তিনি। একদিনের ক্রিকেটে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে পঞ্চাশ সেঞ্চুরির মাইলফলকও তিনি ছুঁয়েছেন এ বিশ্বকাপেই।

তবে, ফাইনাল হারের ক্ষত নিয়েই বিশ্বকাপ মিশন শেষ হয়েছে টিম ইন্ডিয়ার। আর সেই দু:স্মৃতি ভুলতেই লন্ডনে বর্তমানে ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলি। এ কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলছেন না।

তবে শুধু অস্ট্রেলিয়া সিরিজ নয়, এবার সাদা বলের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন বিরাট কোহলি। অর্থাৎ শুধু টি-টোয়েন্টি ফরম্যাট নয়, কোহলিকে পাওয়া যাবে না দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজেও।

এ নিয়ে বোর্ডের এক সূত্র জানিয়েছে, বোর্ড এবং নির্বাচকদের কোহলি জানিয়েছেন, তিনি সাদা বলের ক্রিকেটে আরো একটু বিরতি চান। এই মুহূর্তে লাল বলের ক্রিকেটেই মনঃসংযোগ করতে চান কোহলি। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি টেস্টে তাঁকে পাওয়া যাবে।

এ দিকে জানা গিয়েছে, কোহলির মতোই সাদা বলের ক্রিকেটে বিরতি নিতে যান রোহিত শর্মাও। তবে ভারতের অধিনায়ক এখনও বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এ সব কিছুর ধোঁয়াশা নিষ্পত্তি হবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী কয়েক দিনের মধ্যেই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করবেন ভারতীয় নির্বাচকরা। তার আগে বোর্ডের সচিব জয় শাহ এবং প্রধান নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গে বসে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা রয়েছে রোহিত শর্মার।

অবশ্য এফটিপি অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত ৬ টি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে টিম ইন্ডিয়ার। অর্থাৎ, দীর্ঘ সময় ধরে সাদা বলের বাইরে থাকলেও খুব বেশি ম্যাচ মিস করবেন না কোহলি আর রোহিত।

তবে এ দুই ক্রিকেটারের সাদা বলের ক্রিকেটে অনাগ্রহে আবার শঙ্কাও দেখা দিচ্ছে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সীমিত ওভারের সেই বিশ্বকাপে আদৌ পাওয়া যাবে তো এ দুই ক্রিকেটারকে? আপাতত ভারতের ক্রিকেট পাড়ায় প্রশ্নের জায়গাটা এটাই।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link