চেন্নাইয়ের অধিনায়ক হতে রাজি হননি সাঞ্জু স্যামসন!

ভবিষ্যতে মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবেই স্যামসনের প্রতি আগ্রহ ছিল আইপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজিটির। তবে চেন্নাইয়ের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্যামসন। এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই। তবে পরে জানা গেল, পুরো খবরটাই ভুয়া। 

আইপিএলে রাজস্থান রয়্যালস তাঁর স্থায়ী ঠিকানাই হয়ে গিয়েছে বলা চলে।  বর্তমানে দলটির নেতৃত্বেও রয়েছেন তিনি। তাছাড়া, রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটাও তাঁর দখলে। সব মিলিয়ে সাঞ্জু স্যামসনের দল বদলের সম্ভাবনা ছিল ক্ষীণ।

তবে গুঞ্জন উঠেছে, রাজস্থানের এই কাপ্তানকে নিজেদের শিবিরে ভেড়াতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস। মূলত, ভবিষ্যতে মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবেই স্যামসনের প্রতি আগ্রহ ছিল আইপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজিটির।

তবে, চেন্নাইয়ের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন স্যামসন। এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই। তবে পরে জানা গেল, পুরো খবরটাই ভুয়া।

মূলত, গুঞ্জনটা চাউর হয়েছিল একটি টুইটকে কেন্দ্র করে। সেই টুইটে আবার জড়িয়ে পড়ে রবিচন্দন অশ্বিনের নাম। এক টুইট পোস্ট জানানো হয়, অশ্বিন দাবি করেছেন, চেন্নাই থেকে স্যামসনের প্রস্তাব ছিল। তবে স্যামসন তা ফিরিয়ে দিয়েছে। তবে কিছুক্ষণ বাদেই, এ গুঞ্জনের ধোঁয়াশা দূর করেন অশ্বিন। তিনি জানান, তাঁর নামে যে টুইট পোস্টটি এসেছে, তার পুরোটাই ভুল। এই তথ্যের কোনো সত্যতা নেই।

চেন্নাই সুপার কিংসে স্যামসনের দলবদল নিয়ে এটা অবশ্য নতুন কোনো গুঞ্জন নয়। মাস খানেক আগে একবার ধোনির সাথে স্যামসনের সাক্ষাৎ নিয়ে উঠেছিল অনেক জল্পনা। তখন অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কোনো উদ্দেশ্যই যদি না থাকে তা হলে কেন সঞ্জুর সঙ্গে দেখা করবেন ধোনি?

চেন্নাই দলে হয়তো নিজের উত্তরসূরি তৈরি করে দিতে চাইছেন মাহি। তবে দিনশেষে সেটি অনেকের ভাবনার মধ্যেই আটকে থেকে গিয়েছে। মূল সত্যটা হচ্ছে, স্যামসনের সাথে দলবদল নিয়ে কোনো কথাই হয়নি ধোনি কিংবা চেন্নাই সুপার কিংসের কর্তাদের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...