বিশ্বকাপ শেষ হওয়ার দিন চারেক বাদেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আবারো অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। দলে নিয়মিত ক্রিকেটাররা না থাকলেও সুরিয়াকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত সে সিরিজটি নিজেদের করে নিয়েছিল ৪-১ ব্যবধানে।
তবে সেই সিরিজের প্রথম ৩ ম্যাচে দলে থাকলেও শেষ দুই ম্যাচে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হয় ইশান কিষাণকে। টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তেই চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।
তাঁর মতে, ইশান কিষাণকে নিয়ে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা এই তরুণ ক্রিকেটারের প্রতি অবিচার করা হচ্ছে। ভারতের সাবেক এই ক্রিকেটার এ নিয়ে বলেন, ‘বিশ্বকাপের পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হলো। সেখানে ৩ ম্যাচ পর কিষাণকে বিশ্রামে পাঠিয়ে দেওয়া হলো। আচ্ছা, তিন ম্যাচ পর তাঁর কী এমন ক্লান্তি আসলো যে তাঁকে বিশ্রামে পাঠাতে হবে?’
এরপর বিশ্বকাপে কিষাণের তেমন সুযোগ না পাওয়া নিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপে সে পর্যাপ্ত সুযোগ পায়নি। প্রথম কয়েক ম্যাচে সে আসলেই সুযোগ ডিজার্ভ করতো। নিজের সেরা দিনে কয়জন ভারতীয় ব্যাটারই বা ডাবল সেঞ্চুরি হাঁকাতে পারে?’
এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। এরপর পুরো বিশ্বকাপ যাত্রায় সাইডলাইনেই ঠাই হয়েছে এ ক্রিকেটারের। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচে দুটি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেও শেষ দুই ম্যাচের জন্য তাঁকে বিশ্রামে রাখা হয়।
একজন ক্রিকেটারকে টানা খেলতে দেওয়ার সুযোগ না দিলে যে হিতে বিপরীত হতে পারে, তা নিয়ে অজয় জাদেজা বলেন, ‘সে পুরো সিরিজটা খেলতে পারলো না। এভাবে যদি চলতে থাকে, তাহলে একজন ক্রিকেটার সব সময় প্রস্তুত থাকবে?’
অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচে দলে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে ঠিকই স্কোয়াডে রয়েছেন ঈশান কিষাণ। যদিও ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি ।