‘ভালো করে ফিল্ডিং কর, বাগানে বেড়াতে এসেছিস নাকি?’ – সরফরাজ খানকে বলা রোহিতের এই কথা সাথে সাথে স্টাম্প মাইকে ধরা পড়ে। অধিনায়কের মুখে এমন কথা সে সময় জন্ম দিয়েছিল সমালোচনার। তবে এর পেছনে যে নেতিবাচক কিছুই ছিল না তা জানালেন রোহিতের সতীর্থ চেতেশ্বর পূজারা।
২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। সেই সিরিজে অনুপস্থিত ছিলেন বিরাট কোহলি, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটাররা। তাই তো দলে জায়গা পান জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেল, শুভমান গিলের মতো তরুণরা।
সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত তখন ফিল্ডিং করছিল। আর সে সময়টা তরুণ সরফরাজকে উদ্দেশ্য করে রোহিত কথাটি বলেছিলেন। এই মন্তব্য ঘিরে অনেক সমালোচনা হয় সামাজিক মাধ্যমে। প্রশ্ন ওঠে, অধিনায়ক হিসেবে তরুণদের সামনে এমন ভাষা কতটা উপযুক্ত?
এবার সেই প্রশ্নের উত্তর দিলেন পূজারা। তাঁর মতে, রোহিতের কথাটিতে আসলে ভুল বোঝার কিছু ছিল না। পূজারা বলেন, ‘আমার মনে হয় না রোহিত ইচ্ছা করে কাউকে বকেছিল। ওর স্বভাবই এরকম। মাঠে ও এই ভাবেই কথা বলে। সবাই সেটা জানে। কেউই রাগ করে না।’
ওই সিরিজে ভারত ৪-১ জয় লাভ করে। এরপর রোহিত নিজেও সে ঘটনা নিয়ে হাস্যরসাত্মক পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। জয়সওয়াল, জুরেল, সরফরাজ ও শুভমানের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘বাগানে ঘুরে বেড়ানো ছেলেদের সঙ্গে।’ রোহিত নিজেও পরে জানান সবাইকে উজ্জীবিত করতে এমন কথা বলেছিলেন তিনি।
অধিনায়ক হিসেবে রোহিতের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই বহু আলোচনা হয়েছে। কঠিন সময়ে কাঁধে দায়িত্ব তুলে নেওয়া, তরুণদের সুযোগ দেওয়া এবং চাপের মুখে নেতৃত্ব দেওয়া — সবকিছুতেই রোহিত শর্মা নিজেকে প্রমাণ করেছেন। মাঠে তাঁর কথাবার্তাও সেই নেতৃত্বেরই এক অংশ, যা অনেক সময় কঠোর হলেও মূলত দলকে উজ্জীবিত করতেই বলা হয়।