কি কথা হয়েছিল আমির ও বাবরের মাঝে?

পেশওয়ার জালমিকে ১৬ রানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরে শুভসূচনা করেছে কোয়েটা গ্লাডিয়েটর্স। আর এই ম্যাচে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তান ক্রিকেটাঙ্গনের দুই জনপ্রিয় মুখ বাবর আজম এবং মোহাম্মদ আমির। বাবর খেলেছিলেন পেশওয়ারের জার্সিতে, আর আমির মাঠে নেমেছিলেন কোয়েটার হয়ে।

ম্যাচের মাঝখানে দু’জনে কথাও বলেছিলেন; তবে সেটা খেলা নিয়েই হয়েছে এমনটা জানিয়েছেন আমির নিজেই। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে বোলিং করেছিলেন এই পেসার, সেই ওভারে তাঁকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি ছাড়া করেন বাবর। পরের বলে অবশ্য বাউন্সে ব্যাটারকে পরাস্ত করেন তিনি – এসব নিয়েই মূলত কথা বলেছেন তাঁরা।

বাঁ-হাতি এই তারকা বলেন, ‘আমরা খুব বেশি কথা বলিনি। সে অবশ্যই ভাল ক্রিকেটার, আমারো লক্ষ্য ছিল নতুন বলে ব্যাটারদের আউট করে দলকে সাহায্য করা। আমি একটা বাউন্স বল করেছিলাম এবং সে বলেছিল বলটা পিচে স্কিড করে বাউন্স হয়েছিল এজন্য সে বুঝতে পারেনি।’

তবে, একসময়ের সতীর্থের প্রংসা করতে ভোলেননি আমির। তিনি বলেন, ‘আমার মনে হয় সে দুর্দান্ত ইনিংস খেলেছে। তাঁর আউট হওয়াটাই মূলত ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল।’

কোয়েটার বিপক্ষে হেরে গেলেও পেশওয়ার লড়াই করেছিল শেষপর্যন্ত। বিশেষ করে দুই ওপেনার সাইম আইয়ুব এবং বাবর আজম দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন – পাওয়ার প্লেতেই এই দু’জনে ৭০ রান করেছিলেন তাঁরা। তবে রুশোর দুর্ধর্ষ ফিল্ডিংয়ের কল্যাণে আইয়ুব রান আউট হলে বদলে যায় দৃশ্যপট।

শেষপর্যন্ত আউট হওয়ার আগে বাবরের ব্যাট থেকে আসে ৪২ বলে ৬৮ রান আগে। ততক্ষণে প্রথম ব্যাটার হিসেবে পিএসএলে ৩০০ রান পূর্ণ করেছিলেন তিনি – অবশ্য দলের জন্য যথেষ্ট হয়নি সেটা। উনিশতম ওভারে মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিং-ই ম্যাচের ফলাফল লিখে দিয়েছিল, এই ওভারে মাত্র ছয় রান দিয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link