বৃষ্টিতে সেমিফাইনাল ম্যাচ পরিত্যাক্ত হলে কারা উঠবে ফাইনালে?

বিশ্বকাপ ক্রিকেটের মহাযজ্ঞে ৪ সেমিফাইনালিস্ট এখন চূড়ান্ত। আগামী ১৫ নভেম্বর প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আর ১৬ নভেম্বর অপর সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া। প্রশ্ন হচ্ছে, সেমিফাইনালের কোনো ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে ফাইনালে ওঠার ক্ষেত্রে সমীকরণ কী হবে?

রাউন্ড রবিন লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ভারত। ৮ ম্যাচের ৮ টিতেই জেতার ফলে শীর্ষে থেকেই রাউন্ড রবিন লিগ শেষ করবে রোহিত শর্মার দল। পয়েন্ট টেবিলের পরের তিনটি দল যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। এখন সেমিফাইনালের ম্যাচ পরিত্যক্ত হওয়ার ক্ষেত্রে সুবিধা পাবে এই রাউন্ড রবিন লিগে শীর্ষে থাকা দলগুলোই।

সে ক্ষেত্রে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে রাউন্ড রবিন লিগে চ্যাম্পিয়ন হওয়ায় ফাইনালে পা রাখবে ভারত। একই ভাবে অপর সেমিফাইনাল ম্যাচও যদি পরিত্যক্ত হয় তাহলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে দক্ষিন আফ্রিকা জায়গা পাবে ফাইনালে। সে ক্ষেত্রে কপাল পুড়বে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার।

যদিও প্রথম সেমিফাইনালের ভেন্যুর মুম্বাইয়ের আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আগামী ১৫ নভেম্বর সারাদিনে কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই। সে হিসেবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই। আর অপর সেমিফাইনালের ভেন্যু কলকাতাতেও ১৬ নভেম্বরের তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। দুপুরের দিকে গুড়ি গুড়ি বৃষ্টিত পূর্বাভাস থাকলেও তা ম্যাচ ভেস্তে যাওয়ার যথেষ্ট নেই। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরেও নেই কোনো শঙ্কা।

 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link