উড়তে থাকা লিভারপুলের দুই কাণ্ডারি মোহামেদ সালাহ আর ভার্জিল ভ্যান ডাইক – সালাহ যখন প্রতিপক্ষের রক্ষণভাগে ঝড় তোলেন, ভ্যান ডাইক তখন প্রতিপক্ষের ঘুরে দাঁড়ানোর পথ আটকে দেন। প্রিমিয়ার লিগে লিভারপুল সবচেয়ে কম গোল খাওয়া এবং দ্বিতীয় সর্বোচ্চ গোল দেয়া দল। যেটার নেপথ্যে সালাহ-ভ্যান ডাইক জুটি।
কিন্তু এত স্বস্তির মাঝেও অস্বস্তি হয়ে এসেছে দু’জনের চুক্তির ব্যাপারটা। চলতি মৌসুম শেষ হলে তাঁদের দুজনেরই চুক্তির মেয়াদ শেষ হবে। অর্থাৎ এই কয়েক মাসের মধ্যে লিভারপুল নতুন চুক্তি করতে না পারলে দ্বিতীয় কোন ক্লাবে পাড়ি জমাবেন তাঁরা।
অবশ্য চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই, কিন্তু খেলোয়াড় এবং ক্লাব এখনো কোন সমঝোতায় আসতে পারেনি। এই নিয়ে ভ্যান ডাইক বলেন, ‘এখানে ডেডলাইনের কোন ফ্যাক্টর নেই, ভবিষ্যতে কি হয় সেটা দেখা যাবে। আপাতত কোন আপডেট? না, এমন কিছু নেই।’
সবশেষ ম্যাচে টটেনহ্যামকে উড়িয়ে দিয়েছে অলরেডরা, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিশরীয় তারকার। দুই গোলের পাশাপাশি করেছেন দুই অ্যাসিস্ট। সবমিলিয়ে চলতি লিগে সর্বোচ্চ গোল এবং সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন তিনি। ক্লাবের জন্য তাঁর উপস্থিতি কতটা দরকার সেটা তাই বলার অপেক্ষা রাখে না। কিন্তু চুক্তির ব্যাপারে কি হবে?
উত্তরে ডাচ ডিফেন্ডার বলেন, ‘আশা করি সালাহ ক্লাবের হয়ে নিজের সেরা মৌসুম পার করবে। সে যথেষ্ট পেশাদার, নিজের সেরাটা দিয়েই লিগের বাকি অংশ খেলবে। এখন আমাদের মনোযোগ পরের ম্যাচকে ঘিরে। পরের মৌসুম? সেটা আমি জানি না।’
এখন টিম ম্যানেজম্যান্ট কি করে সেদিকেই নজর সমর্থকদের। তবে কোচ আর্নে স্লট নিশ্চয়ই নিজের প্রিয় দুই শিষ্যকে ছাড়তে চাইবেন না।