কোহলি যখন মেজাজ হারান

ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। কিন্তু বিভিন্ন সময়ে মাঠেই মেজাজ হারিয়ে ফেলতে দেখা যায় ক্রিকেটারদের। ভারতীয় তারকা বিরাট কোহলি বিভিন্ন সময়ে তাঁর উগ্র মেজাজ এবং আগ্রাসী উদযাপনের জন্য সমালোচিত হয়েছেন। আইপিএলে বেশ কয়েকবার মাঠেই প্রতিপক্ষের খেলোয়াড় কিংবা আম্পায়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়তে দেখা গেছে এই তারকাকে। আসুন দেখে নেয়া যাক কোহলির আইপিএল ক্যারিয়ারে মাঠেই মেজাজ হারানো কিছু মূহুর্ত। 

  • গৌতম গম্ভীরের সাথে মাঠেই সংঘাত (২০১৩ আইপিএল) 

২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচে মাঠের তর্কে জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। লক্ষীপতি বালাজির বলে আউট হবার পর সাজঘরে ফেরত যাবার সময় কোহলিকে কিছু একটা বলে রাগিয়ে দেন গম্ভীর। এরপরই সংঘাতে জড়ান ভারতীয় ক্রিকেটের এই দুই তারকা। 

গম্ভীর যে মোটেই ভালো কিছু বলেননি সেটা বুঝা গিয়েছিল কোহলির এগিয়ে আসা দেখেই। এক পর্যায়ে দুজনেই একে অপরের দিকে তেড়ে যান। শেষ পর্যন্ত রজত ভাটিয়া গম্ভীরকে সরিয়ে না নিলে পরিস্থিতি কি দাঁড়াত সেটা অনুমান করা কঠিন। 

শেষপর্যন্ত ব্যাঙ্গালুরু সেদিন ম্যাচটা জিতে নিয়েছিল। প্রায় এক দশক পেরিয়ে গেলেও এখনো দুই তারকার মাঝে সেই ঘটনার রেশ কাটেনি। কোহলি বনাম গম্ভীরের লড়াই আজো উত্তাপ ছড়ায় আইপিএলের ম্যাচগুলোতে। 

  • আম্পায়ার বীরেন্দর শর্মার সাথে তর্ক (২০২১ আইপিএল)

২০২১ সালে শারজা ক্রিকেট স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেই আম্পায়ার বীরেন্দর শর্মার সাথে তর্কে জড়িয়ে পড়েন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।

সেদিনের ম্যাচটা দুই দলের জন্যই ছিল বাঁচা-মরার লড়াই। সেই ম্যাচেই কলকাতার ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠির বিপক্ষে একটি লেগ বিফোরের আবেদন রিভিউতে বাতিল হয়ে যায়। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মাঠেই বীরেন্দর শর্মার সাথে তর্কে জড়িয়ে পড়েন কোহলি। 

বীরেন্দর শর্মার কোনো ব্যাখ্যাতেই যেন সেদিন থামানো যাচ্ছিল না কোহলিকে। শেষপর্যন্ত কোহলির সতীর্থরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেদিনের ম্যাচটা হেরে গিয়েছিল কোহলির ব্যাঙ্গালুরু এবং সেই ম্যাচের পরই ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। 

  • মুম্বাইয়ের বিপক্ষে লেগ বিফোরের সিদ্ধান্ত (২০২২ আইপিএল) 

২০২২ সালটা মোটেই ভালো কাটেনি বিরাট কোহলির জন্য। ভার‍ত এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাবেক অধিনায়ক কোহলি পার করেছেন ক্যারিয়ারের ভয়াবহ দুঃসময়। আউট হয়েছেন হাস্যকর সব উপায়ে!

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এক ম্যাচে অবশ্য ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। ইনিংসের শুরু থেকেই ছিলেন যথেষ্ট সাবলীল, উইকেটের চারপাশে মনোমুগ্ধকর সব শটের পসরা সাজিয়ে পৌঁছে যান ৪৮ রানে। কিন্তু ফিফটি ছোঁয়ার আগেই বিতর্কিত এক লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া দিলে সাজঘরে ফিরতে হয় কোহলিকে। 

কোহলি অবশ্য সাথে সাথেই রিভিউ নিয়েছিলেন। রিভিউতে দেখা যায় বল ব্যাট এবং পা একইসময়ে অতিক্রম করছিল ফলে বেনিফিট অব ডাউটের কারণে সিদ্ধান্ত যাবার কথা ছিল ব্যাটসম্যানের পক্ষেই। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। 

আম্পায়ারের এমন সিদ্ধান্তে মাঠেই রাগে ফুঁসতে থাকেন কোহলি। সাজঘরে ফেরার সময় রাগে নিজের প্যাডে ব্যাট দিয়ে আঘাত করতে থাকেন এই তারকা। অথচ সেই সময়ে ফিফটি পেয়ে গেলে ক্যারিয়ারের এই দুঃসময় কাটিয়ে উঠা হয়তো সহজ হতো কোহলির জন্য।  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link