মোহামেদ সালাহ বিপদেই ফেলে দিলেন ফুটবল বোদ্ধাদের। চলতি প্রিমিয়ার লিগে তিনি যেভাবে ছুটছেন তাতে তাঁর প্রশংসা করে শেষ করাই যাচ্ছে না। একটা নতুন সপ্তাহ আসছে, একবার করে দুর্ধর্ষ পারফরম্যান্সের প্রদর্শনী সামনে নিয়ে আসছেন তিনি। সবশেষ ওয়েস্ট হ্যামের বিপক্ষে তাঁদের মাটিতেই এক গোল আর দুই অ্যাসিস্ট করলেন এই ফরোয়ার্ড।
ইনফর্ম লিভারপুলের বিপক্ষে ওয়েস্ট হ্যাম যে দুর্দশার মুখোমুখি হবে সেটা অনেকেই হয়তো অনুমান করতে পেরেছিলো। সেই অনুমানটাই বাস্তব হয়েছে, স্বাগতিকদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে লিভারপুল। ৫-০ গোলে উড়িয়ে দিয়ে তবেই মাঠ ছেড়েছে তাঁরা।
আর এই তাণ্ডবের নেপথ্যে চিরচেনা মিশরীয় সম্রাট – বিরতির ঠিক আগে বাম পায়ের শটে বল জালে জড়ান তিনি। চলতি লিগে এটি তাঁর সতেরো-তম গোল, সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থানটা আরো মজবুত হলো তাতে। যদিও গোলের চেয়ে এদিন অ্যাসিস্টেই বেশি মুগ্ধতা ছড়িয়েছেন।
৪০ মিনিটের মাথায় কডি গ্যাকপোকে দিয়ে গোল করান সালাহ, ঠিক সেসময় তিনি যেভাবে মাভ্রোপানোসকে পরাস্ত করেছিলেন সেটা চোখে ভাসবে অনেকটা সময়। একই কথা বলা যায় তাঁর দ্বিতীয় অ্যাসিস্টের ক্ষেত্রেও, ম্যাচের শেষভাগে প্রায় মাঝ মাঠে বল পেয়েছিলেন তিনি। সেখান থেকে প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে বোকা বানিয়ে পৌঁছে যান বিপদ সীমায়।
চাইলে নিজেই গোল করতে পারতেন, তবে নিঃস্বার্থতার পরিচয় দিয়ে বল বাড়িয়ে দেন দিয়েগো জেতার দিকে। এখন পর্যন্ত তেরোটা অ্যাসিস্ট নিজের ঝুলিতে পুরেছেন এই তারকা – সবমিলিয়ে ১৮ ম্যাচে ত্রিশ গোলে অবদান, স্রেফ অবিশ্বাস্য!
তাছাড়া এক মৌসুমে সর্বাধিক আটটি ম্যাচে গোল এবং অ্যাসিস্ট উভয়ের দেখা পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। তাঁর এই দৌড় কোথায় থামবে কে জানে, তবে লিভারপুল শিরোপা জেতার আগে নিজেদের দৌড় থামাতে চাইবে না, আরো একবার লিগ শিরোপা ঘরে তোলার হাতছানি কি করে এড়ানো যায়।