রোববার সন্ধ্যা থেকে ঢাকার ক্রিকেটপাড়ায় যেন এক অদ্ভুত নাটকের মঞ্চায়ন হল। গুঞ্জন ছড়াল—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল নাকি রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন।
চাপ বাড়তেই তিনি হাজির হলেন একটি গণমাধ্যমে। আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, সারাদিন বোর্ড অফিসেই ছিলেন, পরদিনও থাকবেন। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই—এটা একান্তই ব্যক্তিগত বিষয় বলেও ক্ষোভ ঝাড়লেন।

কোথা থেকে এসব খবর আসছে, সেই উৎস নিয়েও প্রশ্ন তুললেন। সঙ্গে সতর্কবার্তাও দিলেন—ভুল তথ্য ছড়ালে প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হয়, জরুরি কাজ থমকে যায়। কিন্তু, রাত গড়াতেই ছবিটা বদলাতে শুরু করে।
ডেইলি সানের প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। তাঁরা জানায়, মধ্যরাতে আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। দিনভর অস্বীকারের পর শেষমেশ দেশ ছাড়ার এই ঘটনাকে ঘিরে তাই প্রশ্ন উঠছে—এতটা দৃঢ় অস্বীকৃতি তাহলে কেন?

সেটাও নাকি আবার ওয়ান ওয়ে টিকেটে। আপাতত তিনি দেশে ফিরবেন না, এমন তথ্যও শোনা গেল। সোমবার সকাল থেকেই আবার ভিন্ন চিত্র। একাধিক গণমাধ্যম নিশ্চিত করছে, তিনি দেশেই আছেন। যদিও, বিসিবিতে এসে এখনও পৌঁছাননি। বিসিবিতে না আসা পর্যন্ত তাই তাঁর অবস্থানের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যাচ্ছে না।










