লিওনেল মেসি কি বার্সেলোনায় ফিরছেন? নাকি ফ্রেঞ্চ ক্লাব পিএসজি’র সাথে নতুন চুক্তিতে বসবেন? বিকল্প ভাবনায় আবার ইউরোপ ছেড়ে সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়ার পরিকল্পনা আছে কিনা? এমন অসংখ্য প্রশ্নে জট বেঁধে আছে বিশ্বকাপজয়ী এ ফুটবলারের ভবিষ্যৎ গন্তব্য।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর দলটির সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছিল মেসির। তবে সেই চুক্তির মেয়াদও শেষ হতে যাচ্ছে এই জুনে। গত ডিসেম্বরে বিশ্বকাপ জয়ের পর পিএসজি জানিয়েছিল, মেসির সঙ্গে খুব দ্রুতই চুক্তি নবায়ন করবে। কিন্তু এরপর চার মাস কেটে গেলেও নতুন চুক্তি আর হয়নি।
এর মাঝে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার কারণে মেসির সাথে চুক্তি নবায়নের ব্যাপারে একটা জলঘোলা পরিস্থিতিই তৈরি হয়েছে। ক্যারিয়ারজুড়ে প্রতি মৌসুম শেষেই নিজের বেতন বাড়িয়েছেন মেসি। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতেও এসে সেই একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এ আর্জেন্টাইন এ তারকা।
কারণটাও যৌক্তিক। বিশ্বকাপ জিতেছেন, একই সাথে টুর্নামেন্টের সেরা ফুটবলারও হন তিনিই। এরপর আবার ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। এত কিছুর পর তাই মেসি স্বাভাবিকভাবেই নিজের বেতন বাড়াতে চাইবেন। কিন্তু এখানেই বেঁকে বসে পিএসজি। তারা আগের বেতনেই মেসির সাথে চুক্তি নবায়ন করতে চায়। আর এর পর থেকেই মেসি আর পিএসজি’র একটা দূরত্ব তৈরি হয়। আটকে যায় নতুন চুক্তির সমস্ত প্রক্রিয়া।
বর্তমান ক্লাবের সাথে এমন দূরত্বতার মাঝে সৌদি আরবের ক্লাব আল–হিলাল আবার মেসিকে লোভনীয় এক প্রস্তাব দেয়। ৪০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা মেসিকে দলে ভেড়াতে প্রস্তুত। যেটা গ্রহণ করলে মেসি পৌছে যাবেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের শীর্ষে। তবে মেসি এখনো ইউরোপেই ফুটবল ক্যারিয়ার চালিয়ে যেতে চান।
আর সেই চাওয়া মেসির এক প্রকার ঘরের ক্লাব বার্সেলোনা চুপি চুপি আগ্রহ দেখিয়েছিল। বার্সা কোচ জাভি তো মেসিকে নেওয়ার ব্যাপারের আগেই গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছিলেন। এমন কি বর্তমান বার্সা ফুটবলাররাও তাঁকে দলে পেতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে।
কিন্তু সমস্যা, এই সময়টাতেই বার্সেলোনা তাদের ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে। লা লিগার পয়েন্ট টেবিলে এক নম্বর থাকলেও তাদের অববমন ঘটেছে আর্থিক দুরবস্থায়। স্যালারি ক্যাপ জটিলতায় আগামী মৌসুমে তারা নতুন কোনো খেলোয়াড় যুক্ত করতে পারবে কিনা সেটি নিয়েই শঙ্কা রয়েছে।
যদিও মেসি দলে ফিরলে ফ্রি এজেন্ট হয়েই আসবেন। তবে মেসিকে টানতে হলে বার্সাকেও তো চড়া মূল্যের বেতন গুণতে হবে। দু’বছর আগে এই কারণেই মেসিকে বিদায় বলতো হয়েছিল বার্সাকে। এখন আবার সেই মেসিকে দলে টানতো হলে স্বয়ং মেসিকেই এগিয়ে আসতে হবে। কর্তন করতে হবে তার বেতন। সেটা অবশ্যই পিএসজি থেকে পাওয়া বেতনের চেয়ে অনেক গুণ কমই হবে। এখন মেসি শেষ পর্যন্ত কোনটি বেছে নিবেন, সেটিই দেখার বিষয়।
তবে এখন পর্যন্ত মেসির ভবিষ্যৎ গন্তব্য গুঞ্জনেই আটকে আছে। বিভিন্ন তথ্যসূত্রে, বার্সেলোনায় ফেরার কথা শোনা গেলেও সেই যাত্রায় এখনও অনেক জটিলতা আছে।
বার্সা নাকি পিএসজি— সম্ভাব্য দুটি পথই মেসির জন্য উন্মুক্ত। তবে দুই ক্ষেত্রেই মেসিকে তাদের চাওয়া অনুযায়ী চুক্তিতে সাইন করতে হবে। মেসি এখন কোনটি বেছে নিবেন, তার জন্য আরো কিছু সময়ের অপেক্ষা।