খেলতে গিয়ে ছিনতাই অতঃপর তিন বছরের কারাদণ্ড। পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দোরিগার সাথে হলো এমনটাই। ৩০ বছর বয়সী এই উইকেটকিপার চলতি বছরের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে তাঁর দেশকে প্রতিনিধিত্ব করতে জার্সিতে ছিলেন। সেখানে এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় তাঁর ক্রিকেট ক্যারিয়ার খেল বড় ধাক্কা।
রাত তখন প্রায় দুইটা। দোরিগা হোটেলের দিকে ফিরছিলেন হিলারি স্ট্রিট, সেন্ট হেলিয়ার এলাকায়। পথে তিনি এক মহিলাকে মেরে মাটিতে ফেলে দেন এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেন। ঘটনার পর দোরিগাকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে এবং একই দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরের দিন, দোরিগাকে আনুষ্ঠানিকভাবে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়। আদালতে হাজির হয়ে ২৭ আগস্ট, দোরিগা অভিযোগটি স্বীকার করেন। শুক্রবার, ২৮ নভেম্বর, জার্সির রয়্যাল কোর্ট তিন বছরের কারাদণ্ড ঘোষণা করে।

জার্সিতে দোরিগা ইতিমধ্যেই ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলেছেন। তবে এই অনাকাঙ্খিত ঘটনার পর আর খেলতে পারেননি। এটা যে তাঁর ক্রিকেট ক্যারিয়ারে বড়সড় প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি আইসিসি এবং জাতীয় ক্রিকেট সংস্থা এখন বিষয়টি খতিয়ে দেখছে।
দোরিগা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৯ এবং টি-টোয়েন্টিতে খেলেছেন ৪৩ ম্যাচ। অভিজ্ঞ ক্রিকেটারের এমন কর্মকাণ্ড তাই বিষ্ময় জাগিয়েছে সবার মনে।
তবে এই ঘটনা ক্রিকেটের জগতে একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে, মাঠের বাইরেও খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ এবং দায়িত্বজ্ঞান থাকা যে অত্যন্ত জরুরি।












