Social Media

Light
Dark

কে সেরা, অশ্বিন নাকি সাকিব?

একটা বিতর্ক হতে পারে, টেস্টে সেরা অলরাউন্ডার কে, সাকিব নাকি অশ্বিন? না মোটেও অবান্তর নয়। সময় ও পরিস্থিতি বিবেচনায় এ নিয়ে বিতর্ক হতে পারে।

একটা বিতর্ক হতে পারে, টেস্টে সেরা অলরাউন্ডার কে, সাকিব নাকি অশ্বিন? না মোটেও অবান্তর নয়। সময় ও পরিস্থিতি বিবেচনায় এ নিয়ে বিতর্ক হতে পারে। আর পরিসংখ্যানগত দিক থেকে হেরে যেতে পারেন সাকিব আল হাসান।

চেন্নাই টেস্টের প্রথম দিনটা পুরোপুরি হতে পারত বাংলাদেশের। কিন্তু তেমনটি হতে দেননি রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন ডান-হাতি এই অলরাউন্ডার। যদিও ক্যারিয়ারের শুরুতে অলরাউন্ডার তকমা তার নামের পাশে সংযুক্ত হয়নি। তিনি তখন ছিলেন কেবলই বোলার। স্পিন ঘূর্ণিতে বাজিমাত করতেন অশ্বিন।

কিন্তু সময় যত গড়িয়েছে, তিনি ততই নিজের ব্যাটিংকেও করেছেন শাণিত। আর সেটার সুফল তিনি ক্যারিয়ারে যেমন পেয়েছেন, তেমনি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও পেয়েছেন। তাতে করে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে ভারতের ক্রিকেট।

টাইগার পেসার হাসান মাহমুদের সুইংয়ে কুপোকাত ভারতের টপ অর্ডার। ১৪৪ রানেই নেই ভারতের ৬ উইকেট। এমন দুঃসময়ে পড়তে হবে ভারতকে- সেটা ছিল কল্পনাতীত। তেমন এক পরিস্থিতি থেকে ভারতকে টেনে তুলেছেন অশ্বিন। মূলত তিনি বাইশ গজে এসেই কাউন্টার অ্যাটাক পদ্ধতি বেছে নেন। টাইগার পেসারদের চাপকে বাউন্ডারির ওপারে নিয়ে ফেলেন অশ্বিন।

এরপরই মূলত ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে পায় ভারত। তাকে যোগ্য সঙ্গ দিয়ে যান রবীন্দ্র জাদেজা। অথচ হওয়ার কথা ছিল উল্টো। অশ্বিনের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দিনে জাদেজা তুলে নিয়েছেন ব্যক্তিগত ২১ তম হাফ-সেঞ্চুরি। তিনিও রয়েছেন শতকের পথে। প্রথম দিনের খেলা শেষে দুইজনই রয়েছেন অপরাজিত। ৮৬ রানে জাদেজা অনড়, অন্যদিকে, অশ্বিন পরের দিনের খেলা শুরু করবেন ১০২ রান নিয়ে।

তাই তো প্রথমে করা প্রশ্নটা মোটেও অবান্তর নয়। কেননা টেস্ট ক্যারিয়ারে সাকিবের থেকে অশ্বিনের উইকেট শিকারের সংখ্যাও বেশি। একশোর বেশি টেস্ট খেলা অশ্বিন শিকার করেছেন ৫০০ এর বেশি উইকেট। অন্যদিকে, এখনও সাকিব ২৫০ উইকেটের মাইল ফলক স্পর্শ করতে পারেননি।

যদিও রানের বিচারে সাকিব এগিয়ে রয়েছেন সাদা পোশাকে। সেটা হওয়াও স্বাভাবিক। কেননা সাকিব শুরু থেকেই অলরাউন্ডার হিসেবেই ক্যারিয়ারে এগিয়ে গেছেন। অন্যদিকে, অশ্বিন বোলার থেকে নিজের ব্যাটিং সক্ষমতার প্রমাণ রেখে হয়েছেন অলরাউন্ডার।

সাকিবের প্রায় সাড়ে চার হাজার রানের বিপরীতে, অশ্বিনের রান প্রায় সাড়ে তিন হাজার। তবে সেঞ্চুরিতে অশ্বিন ছাপিয়ে গেছেন সাকিব আল হাসানকে। চেন্নাই টেস্টে সেঞ্চুরির মধ্য দিয়ে ছয় নম্বর সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন ডান-হাতি এই অলরাউন্ডার। অন্যদিকে, সাকিবের সেঞ্চুরি সংখ্যা ৫টি।

সার্বিক দিক বিবেচনায় লাল বলের ক্রিকেটে অশ্বিনকে রাখা যেতে পারে সাকিবের উপরে। তাছাড়া চেন্নাইয়ের চেনা আঙিনায়, অশ্বিন নিশ্চয়ই শতক হাঁকিয়েই থেমে থাকতে চাইবেন না। ব্যক্তিগত অর্জনের মুকুটে যুক্ত করতে চাইবেন নতুন পালক। তাতে করে আখেরে লাভটা হবে ভারতেরই।

Share via
Copy link