বিপিএলের সেরা হবেন কে?

বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে বিপিএলের। আর দিন দুয়েকের অপেক্ষা। বরাবরের মতো আলোচনা, সমালোচনা, প্রত্যাশা না পূরণের আক্ষেপ নিয়ে পর্দা নামবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর।

এবারের বিপিএলে শত ‘না’ পাওয়ার মধ্যে অন্যতম পাওয়া হলো দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স। ব্যাট, বল-সবটাতেই এবার রাঙিয়েছে দেশিরা। তাই বিপিএলের শেষের পথে টুর্নামেন্ট সেরার দৌড়েও রয়েছে তাঁরাই।

এর পাশাপাশি আরেকটা প্রাপ্তির ব্যাপার হচ্ছে, সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এবার একজন বিদেশিও হিসেবের মধ্যে নেই। সম্পূর্ণ আধিপত্য দেশি ক্রিকেটারদের। চলুন হিসেব নিকাশ করা যাক, কার হাতে উঠতে পারে এবারের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

  • সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) 

দেশের সর্বোচ্চ পর্যায়ের টি-টোয়েন্টি লিগ। আর সেখানে দেশসেরা ক্রিকেটারের আধিপত্য থাকবে না, তা কী করে হয়? বিপিএলের ইতিহাস বলে, এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা বলতে একাই খোঁদাই করে রেখেছেন সাকিব। বিপিএলের এর আগে ৮ আসরে মধ্যে চারবারই তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন।

গতবারের টুর্নামেন্ট সেরা সাকিব তাই এবারও রয়েছেন এই পুরস্কার জেতার দৌড়ে। পুরো টুর্নামেন্ট ৩৭৫ রান করার পাশাপাশি বল হাতে উইকেট নিয়েছেন ১০ টি উইকেট। অন্যান্য বারের মতো তাই এবারও সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে হট ফেবারিট সাকিব।

তবে নিজের দল ফরচুন বরিশালকে এবারের বিপিএলে চতুর্থ হয়েই বিদায় নিতে হয়েছে। আর এখানেই কিছুটা পিছিয়ে গিয়েছেন সাকিব। তবে পুরো টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করে গিয়েছেন তাতে আবারো টুর্নামেন্ট সেরা হতে পারেন সাকিব।

  • নাসির হোসেন (ঢাকা ডোমিনেটর্স) 

এবারের বিপিএলে অন্যতম প্রাপ্তি নাসির হোসেনের স্বরূপে ফিরে আসা। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করে গিয়েছেন তিনি। এখন পর্যন্ত ১৬ টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় যুগ্মভাবে রয়েছেন শীর্ষে। এ ছাড়া ব্যাট হাতে করেছেন ৩৬৬ রান। যা এবারের বিপিএলে চতুর্থ সর্বোচ্চ।

ব্যাটে বলে দুর্দান্ত আসর কাটানো নাসিরের হাতে তাই টুর্নামেন্ট সেরার পুরস্কার এবার উঠতেই পারে। তবে দলগত ব্যর্থতায় সে সম্ভবনা কিছুটা ক্ষীণ বলেই মনে হচ্ছে। কারণ ব্যক্তিগত পরিসংখ্যানে উজ্জ্বল থাকলেও তাঁর দল ঢাকা ডোমিনেটর্স ছিল ঠিক নাসিরের উল্টো।

পুরো আসরে মাত্র ৩ জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকেই ঢাকাকে এবার বিপিএল শেষ করতে হয়েছে। তাই নাসিরের ব্যক্তিগত নৈপুণ্য দিনশেষে দলের তেমন কাজে আসেনি। তবে অলরাউন্ড নৈপুণ্যের কারণে এবারের সেরা খেলোয়াড়ের দৌড়ে ঠিকই থাকছেন নাসির।

  • নাজমুল হোসেন শান (সিলেট স্ট্রাইকার্স) 

এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার। ফাইনাল ম্যাচের আগ পর্যন্ত হিসেবে ৪৫২ রান করেছেন তিনি। পুরো টুর্নামেন্টে তাঁর ধারাবাহিক ব্যাটিং সিলেট স্ট্রাইকার্সের সিংহভাগ ম্যাচ জয়ে কাজে দিয়েছে।

তাই ইম্প্যাক্ট বিবেচনায় সেরা খেলোয়াড় পুরস্কারের দৌড়ে বেশ ভালভাবে রয়েছেন এ ওপেনার। দ্বিতীয় কোয়ালিফায়ারেও ৩০ বলে করেছেন ৪০ রান। তিন হাফ সেঞ্চুরিতে তাঁর স্ট্রাইক রেট প্রায় ১১৪।

  • তৌহিদ হৃদয় (সিলেট স্ট্রাইকার্স) 

তরুণ ক্রিকেটারদের মধ্যে এবারের বিপিএলে সবচেয়ে বড় পাওয়া তৌহিদ হৃদয়। নাজমুল হোসেন শান্তর পরে সর্বোচ্চ ৩৭৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ ব্যাটার। এখন পর্যন্ত ৫ টা অর্ধশতক হাঁকিয়েছেন। এর চেয়েও বড় কথা, ব্যাটিং গড় ৪০.৩০ রেখেও ব্যাটিং করেছেন ১৪১.৪০ স্ট্রাইক রেটে।

এ ছাড়া, এ বারের বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গিয়েছে তাঁর হাতে।  তাই সাকিব, নাসির, শান্তদের হটিয়ে এবারের বিপিএলে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হতেই পারেন তৌহিদ হৃদয়।

  • তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) 

টুর্নামেন্টের শুরুতে দলের একাদশে সুযোগ মেলেনি। তবে এরপর যখন সুযোগ পেলেন তখন নিজেকে একদম উজাড় করে দিলেন। এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৬ টি উইকেট পেয়েছেন। অর্থাৎ সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় নাসিরের সাথে যুগ্মভাবে শীর্ষে আছেন এ বাঁহাতি স্পিনার।

কুমিল্লা ফাইনালে ওঠায় তাঁর সামনে এখন নাসিরকে উইকেট সংখ্যায় টপকে যাওয়ার সুযোগ থাকছে। টুর্নামেন্ট সেরা বোলারের পুরস্কারটা তাই এক প্রকার নিশ্চিতই তানভীরের জন্য।

তবে, বল হাতে পুরো টুর্নামেন্টে দারুণ ধারাবাহিক এ স্পিনার একই সঙ্গে এখন সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও রয়েছেন  ফাইনালে দারুণ কিছু করে দেখাতে পারলে টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠতে পারে তাঁর হাতে।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link