পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই প্রোফাইল কোচ খোঁজার পরিকল্পনা বড়সড় ধাক্কা খেয়েছে। অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন আর ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি দুজনেই পিসিবির প্রস্তাব প্রত্যাখান করেছেন। নিজ দেশের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হওয়ায় স্যামি পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তবে ওয়াটসনের মানা করার পিছনে পাওয়া গিয়েছে ভিন্ন এক রহস্য।
শোনা গিয়েছে আলোচনার বিষয়বস্তু গণমাধ্যমে ফাঁস হওয়ায় অসন্তুষ্ট হয়েছেন এই অজি। পিসিবির কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল তাঁর, কিছু ব্যাপার বাদ দিলে দুই পক্ষ প্রায় সম্মতিতে পৌঁছে গিয়েছিল। কিন্তু হুট করেই এরপর পিছিয়ে যান তিনি।
অভ্যন্তরীণ একটি সূত্র বলেন, ‘ওয়াটসন প্রথমে আগ্রহ দেখিয়েছিলেন এবং পিসিবির প্রস্তাব গ্রহণ করার জন্য নিজের পক্ষ থেকে আর্থিক এবং অন্যান্য বিষয়ে কিছু শর্ত দিয়েছিলেন। বোর্ড আংশিকভাবে তাঁর শর্ত মেনেও নিয়েছিল, কিন্তু চুক্তির ধারাগুলো গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় তিনি অসন্তুষ্ট হয়ে যান।’
গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাবেক এই অলরাউন্ডারকে বার্ষিক প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার বেতনের প্রস্তাব দেয়া হয়েছিল। যদিও তিনি জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্যকার হিসেবে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ থাকায় পিসিবির ডাকে সাড়া দিতে পারছেন না। এছাড়া সিডনিতে অবস্থানরত নিজের পরিবারকে তুলনামূলক বেশি সময় দিতে চান।
আপাতত তাই অন্তর্বর্তীকালীন কোচের খোঁজ করতে হবে পিসিবিকে। নিউজিল্যান্ড সিরিজের খুব বেশি দেরি নেই, এত অল্প সময়ে মানসম্পন্ন কোচ পাওয়া কঠিন হবে তাঁদের জন্য। সেজন্য স্বদেশী কোচ কিংবা সাবেক ক্রিকেটারদের কাউকে দেখা যেতে পারে ডাগ আউটে।
সূত্র মতে, কন্ডিশনিং ক্যাম্প এবং কিউই সিরিজের জন্য স্থানীয় কোচরাই এখন পিসিবির একমাত্র ভরসা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরেকটু ভাবতে হবে মহসিন নাকভীকে; পিএসএলের রেশ শেষ হলে কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।