রোহিতের সাফল্যের পথেই ছুটবেন হার্দিক

২০১৫ সালে যাত্রা শুরু মুম্বাই ইন্ডিয়ান্সে। মাঝে ২০২২ এবং ২০২৩ গুজরাট টাইটান্সে। ২০২৪ আবার ফিরে এলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।

২০১৫ সালে যাত্রা শুরু মুম্বাই ইন্ডিয়ান্সে। মাঝে ২০২২ এবং ২০২৩ গুজরাট টাইটান্সে। ২০২৪ আবার ফিরে এলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার এলেন অধিনায়ক হিসেবে। তিনি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার কথা। রোহিত শর্মার পরিবর্তে এবার তাঁকে মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হার্দিকের যাত্রার ১০ বছর হতে চলল। এই সময়ের মধ্যে বিজয়ীর মুকুট পড়েছেন পাঁচ বার। হার্দিক তাঁর এই প্রত্যাবর্তনে খুবই উচ্ছ্বসিত।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি দুর্দান্ত লাগছে, আমার যাত্রা এখান থেকে শুরু হয়েছিল এবং আমি কখনোই ভাবিনি যে ১০ বছর  এই দলের নেতৃত্ব দিব। এটা খুবই ভাল একটা অনুভূতি।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিকের অভিষেক ঘটে ২০১৫ সালে। মুম্বাইয়ের হয়ে চারটি শিরোপা জয়ের স্বাদ পান ভারতীয় এই অলরাউন্ডার। ২০২২-এ গুজরাটের হয়ে প্রথম মৌসুমেই অর্জন করেন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব।

এই মৌসুমের শুরুতেই হার্দিককে দলে অন্তর্ভুক্ত করেন তাঁরই সাবেক ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিকের প্রত্যাবর্তনে মুম্বাইয়ের নেতৃত্বের পরিবর্তন হয়। রোহিত শর্মার পরিবর্তে অধিনায়কত্বের ভার তুলে দেয়া হয় হার্দিকের কাঁধে।

অধিনায়কত্ব সংক্রান্ত কোনো প্রশ্নের জবাব না দিয়ে হার্দিক বলেন, ‘আমি নিজেকে সফলতায় উপরে তুলি না , ব্যর্থতায় নিজেকে নিচু করি না। এটাই আমার নিয়ম। আমি মনে করি এটি আমার ক্যারিয়ারে বেশ সাহায্য করেছে।’

হার্দিক বলেন, ‘মুম্বাইয়ে সবসময়ই সে (রোহিত শর্মা) আমার পাশে আছে। ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তাই মুম্বাইয়ের দায়িত্ব নেয়াতে কোনো বাড়তি চাপ থাকবে না। সে যতটুকু করে গিয়েছে আমি শুধু সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। আমি জানি সে পুরো মৌসুমে আমার পাশেই থাকবে।’

ছোট বেলায় তিনি কোনো উপদেশ পায়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই আমাকে উপদেশ দিয়েছিল যে, শুধু নিজের মত হও। এটা বিশাল মঞ্চ।অনেক বেশি মানুষ। সবার চোখ তোমার দিকে। সে আরো বলেছিল তুমি এখানের আসার যোগ্যতা রাখ তাই আজ এখানে। তারপর থেকেই আমি খেলাধুলায় আরো বেশি মনযোগ দেই।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...