আমিরের কাছ থেকে শিখতে পারেন শাহীনও!

মোহাম্মদ আমিরের করা দূর্দান্ত বোলিং দেখে  অভিভূত হলেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুস। অনুসরন করার পরামর্শ দিলেন আরেক পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদিকে। 

মোহাম্মদ আমিরের করা দূর্দান্ত বোলিং দেখে  অভিভূত হলেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুস। অনুসরণ করার পরামর্শ দিলেন আরেক পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদিকে।

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে চলছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল)- নবম আসরের প্রথম এলিমিনেটরের ম্যাচ। ইসলামাবাদ ইউনাটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ইসলামাবাদ ইউনাটেডের বিপক্ষে পাকিস্তানি বোলার মোহাম্মদ আমিরের বোলিং ছিলো নজরকাড়া। ৫ ইকোনমিতে ৪ ওভার বোলিং করে  দেন মাত্র ২০ রান। সেই সাথে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।

প্রথম ওভারে দেন মাত্র ২ রান। যার ফলে বিপাকে পড়ে যায় ইউনাইটেডের উদ্বোধনী ব্যাটাররা। রমিজ রাজার মত ধারাভাষ্যকারের প্রশংসা কুড়ান আমির।

রাজা বলেন,’এটা সত্যিই ভাল বোলিং হয়েছে, লেন্থটা দেখুন। সে লেন্থটা ভাল করে দেখে নিয়েছে। আর হাতুড়ি পেটানোর মত বল মারছে।’

ওয়াকার ইউনুসও ছিলেন সেই ধারাভাষ্যকক্ষে। তিনি জোর দিয়ে বলেন যে সুইং অনুকূলে না থাকলে, আফ্রিদির উচিত এ ধরণের বোলিং অনুসরণ করা।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি  শাহীন আফ্রিদি এটি দেখেছে। কেননা এ ধরণের বল তাঁকে (শাহীন আফ্রিদি) আরো করতে হতে পারে। প্রথম দিকে বল সুইং না করলে শুধু এই লেন্থেই আঘাত কর।’

যদিও সে ম্যাচটা কোয়েটা গ্ল্যাডিয়েডর্স হেরে যায় শেষ অবধি। তবে ক্যারিয়ারের একেবারে শেষ লগ্নে এসেও নিজ দক্ষতায় আমির হয়ে উঠছেন অনুকরণীয়। কিংবদন্তিরাই তাকে ভাসাচ্ছেন প্রশংসা। এটাও যে মোহাম্মদ আমিরের প্রাপ্তি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...