এবারের আইপিএল শেষেই আইপিএলকে বিদায় জানাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? মৌসুম শুরুর আগে থেকেই বিদায়ের সুরটা যেন ভেসে বেড়াচ্ছিল। কিন্তু ড্যানি মরিসনের সাথে কথোপকথনের পর এবার সুরেশ রায়নাও জানালেন সহসাই বিদায় জানাচ্ছেন না ধোনি।
এবারের মৌসুমের শুরু থেকেই সবাই ভেবেছিলেন ২০২১ আইপিএল দিয়েই ব্যাট-গ্লাভস তুলে রাখবেন ধোনি। অনেকে তো পরের মৌসুমে চেন্নাইয়ের নতুন অধিনায়ক খুঁজে বের করতেও ব্যস্ত হয়ে পড়েছিলেন। ধোনি নিজে অবশ্য অবসরের ব্যাপারে কিছু জানাননি।
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সাথে কথোপকথনে জানিয়ে দেন আপাতত অবসর নিয়ে ভাবছেন না তিনি। নিজের শেষ আইপিএল উপভোগ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘আমার শেষ আইপিএল এটা তুমি ঠিক করেছো, আমি না।’
এরপরই মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয় ধোনির অবসর নিয়ে। এবারে ধোনির দীর্ঘদিনের বন্ধু এবং এক সময়ের সতীর্থ সুরেশ রায়না মুখ খুললেন ধোনির অবসরের ব্যাপারে। তাঁর মতে, ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের এখনই বিদায় বলা ঠিক হবে না বরং অন্তত আরো এক মৌসুম তাঁর খেলা উচিত।
তিনি বলেন, ‘কয়েক দিন আগেই আমার মাহি ভাইয়ের সাথে দেখা হয়েছে। তিনি বলেছেন এই মূহুর্তে এবারের মৌসুমে শিরোপা জেতাতেই তাঁর যত মনোযোগ এবং তিনি পরের মৌসুমও খেলবেন। তাঁর ব্যাটিং এখনো যথেষ্ট ভালো। তাছাড়া চেন্নাই তাঁদের একাদশের সেরা কম্বিনেশনটা পেয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘তাঁর আরো কয়েক মৌসুম খেলা উচিত। প্রতি ম্যাচ শেষেই তরুণ ক্রিকেটাররা তাঁর সাথে কথা বলতে আসে এবং অনেক কিছু শিখতে পারে। আমি তাঁকে যতটুকু জানি তাতে মাহি ভাইয়ের আরো এক মৌসুম খেলা উচিত।’
মহেন্দ্র সিং ধোনির অধীনের আন্তর্জাতিক ক্রিকেটে উত্থান সুরেশ রায়নার। জাতীয় দলের পাশাপাশি চেন্নাই সুপার কিংসের হয়েও দুজনে লড়াই করেছে কাঁধে কাঁধ মিলিয়ে। এমনকি ধোনি এবং রায়না আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন একই দিনে।
আইপিএলে ২০৫ ম্যাচে মাঠে নেমে ৩২.৫২ গড়ে ৫৫২৮ রান করেন এই তারকা। এছাড়া ডানহাতি অফস্পিনে নামের পাশে ২৫ উইকেট আছে এই অলরাউন্ডারের।
এছাড়া ভারতের ভবিষ্যৎ অধিনায়ক নিয়েও কথা বলেন এই তারকা। ধোনির রেখে যাওয়া ব্যাটনটা বিরাট কোহলি হয়ে এখন আছে রোহির শর্মার কাছে। বছর শেষের বিশ্বকাপ দিয়েই হয়তো সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন এই তারকা। সাদা বলের ক্রিকেটে তাই ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়াকে তৈরি করছে টিম ম্যানেজমেন্ট।
রায়না বলেন, ‘হার্দিক বেশ সাহসী একজন ক্রিকেটার। এবারের আসরে গুজরাট টাইটান্স শিরোপা ধরে রাখলেও আমি অবাক হবো না। তাঁরা গত আসরে জিতেছে, এবারের আসরেও হার্দিকের অধীনে দুর্দান্ত ক্রিকেট খেলছে। ব্যাটিং, বোলিং কিংবা অধিনায়কত্ব – সব ডিপার্ট্মেন্টেই সে দুর্দান্ত করছে। সে তাঁর খেলোয়াড়দের খুব ভালো করে চেনে, তাঁদের ঠিকমতো ব্যবহার করতে জানে। বিশেষ করে রশিদ খান এবং নূর আহমেদকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করছে। এছাড়া মোহাম্মদ শামির সেরাটা বের করে এনেছে সে।’
তিনি আরো বলেন, ‘হার্দিক আমাদের ভবিষ্যৎ অধিনায়ক। বর্তমানে আমাদের এক নম্বর অলরাউন্ডার সে। অধিনায়ক হিসেবে তাঁর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’