সোহানের আক্ষেপ ঘুচবে কি?

ইমপ্যাক্ট, ইনটেন্ট, লিডারশিপ মেন্টালিটি—সবকিছুতেই এই সময়ে জাতীয় দলের রাডারে থাকা সোহান সবার সেরা। তাই তো সোহানের জাতীয় দলে সুযোগ না পাওয়াটা একটা প্রশ্নের জন্ম দেয়, যার উত্তর জানা নেই কারও।

একাডেমি মাঠের নেটে নুরুল হাসান সোহানের ব্যাটে ঝড়। যেন জমা হওয়া অভিমান, আক্ষেপ সবকিছুই বলের উপর দিয়ে মেটাচ্ছেন। হয়তো সময়কে বলছেন, অপেক্ষার শেষ কত দূরে!

ব্যাট হাতে দুই বছর ধরেই সেরা সময় কাটছে সোহানের। ঘরোয়া লিগে আধিপত্য বিস্তার করে চলেছেন, পারফর্ম করছেন ‘এ’ দলের হয়েও। ফরম্যাট যাই হোক সোহান যেন সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন। তবুও কেন উপেক্ষিত তিনি?

সোহান নিজের সেরাটাই দেন সব জায়গায়। বিশেষ করে, টি-টোয়েন্টির ফিনিশিং রোলে তাঁর জুড়ি মেলা ভার। ইনোভেটিভ সব শট, পাওয়ার হিটিং সবকিছুই আছে তাঁর ঝুলিতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে গ্লোবাল সুপার লিগের মঞ্চ—সবখানেই ফিনিশিং রোলে তাঁর দাপট দেখেছে সবাই।

তবে নির্বাচকদের জহুরি চোখ খুঁজে পায়নি সোহানকে। তাই তো পরীক্ষায় খাতায় ফুল মার্কস পেয়েও উত্তীর্ণ হতে পারেননি পরের ক্লাসে। অবশ্য সেই অপেক্ষার অবসান হতে পারে এশিয়া কাপের মঞ্চে।

২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন তিনি। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব তাঁর কাঁধে। তাই তো আপাতত সবার নজর থাকবে সেখানেই। অসাধারণ কিছু করে ফেললে হয়তো বা খুলতে পারে ভাগ্যের তালা।

ইমপ্যাক্ট, ইনটেন্ট, লিডারশিপ মেন্টালিটি—সবকিছুতেই এই সময়ে জাতীয় দলের রাডারে থাকা সোহান সবার সেরা। তাই তো সোহানের জাতীয় দলে সুযোগ না পাওয়াটা একটা প্রশ্নের জন্ম দেয়, যার উত্তর জানা নেই কারও।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link