বিরাট কি আর রঙিন পোশাকে ফিরবেন?

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ওয়ানডে আর টি-টোয়েন্টি স্কোয়াডে নাম নেই বিরাট কোহলির। রঙিন পোশাক থেকে আপাতত নিজেকে সরিয়ে নিয়েছেন এই ব্যাটার। এই বিরতি কতটা লম্বা হবে সেটা অবশ্য জানেন না তিনি নিজেই। তাই তো কৌতূহল জেগেছে, তাহলে কি কোহলিকে আকাশী-নীল জার্সি গায়ে আর দেখা যাবে না?

তবে এবি ডি ভিলিয়ার্স আশা করছেন অন্তত ওয়ানডে ফরম্যাটে ক্যারিয়ার আরো লম্বা করবেন এই ভারতীয় তারকা। তিনি বলেন, ‘আশা করি সে ওয়ানডে আর টেস্ট খেলা চালিয়ে যাবে। আমি নিশ্চিত যে তাঁর একটি পরিকল্পনা আছে। এই বয়সে এসে ক্লান্ত হওয়া স্বাভাবিক এবং এটা ক্যারিয়ারের শেষ অধ্যায়ের সূচনাও।’

বিরাট কোহলিকে আরো অনেক সময় মাঠে দেখতে চান জানিয়ে এই প্রোটিয়া কিংবদন্তি বলেন, ‘আমি ঠিক জানি না সে কতদিন খেলবে কিন্তু আমি চাই যত বেশিদিন সম্ভব সে খেলুক। তাঁকে খেলতে দেখা অবিশ্বাস্য ব্যাপার এবং আমরা সবাই তাঁকে আরো দেখতে আগ্রহী।’

ব্যাঙ্গালুরুতে কোহলির সঙ্গে অভিজ্ঞতা সম্পর্কে ভিলিয়ার্স বলেন, ‘তাঁর সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারাটা বিশেষ ভাগ্য। তাঁর সাথে পার্টনারশিপ গড়া, দারুণ কিছু স্মৃতি সবই চমৎকার ব্যাপার। সে ফ্যান্টাস্টিক একজন ক্রিকেটার, নিজের ক্যারিয়ার আরও কয়েক বছর লম্বা করবে সেটা প্রত্যাশা করি।’

এই কাজটা করার পথও বাতলে দিয়েছেন মি.৩৬০°। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ তাঁর জন্য গুরুত্বপূর্ণ। সে কিছু ম্যাচ খেলবে, কিছু ম্যাচে বিশ্রাম নেবে। এভাবেই ক্যারিয়ারের শেষ পর্যন্ত নিজেকে ছনমনে রাখার উপায় খুঁজে বের করতে পারে।’

বিরাট কোহলির সম্পর্কে কথার বলার পাশাপাশি ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই নিয়েও মতামত দিয়েছেন সাবেক এই ব্যাটার। তাঁর মতে, প্রোটিয়াদের বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ জেতার এটাই সেরা সুযোগ ভারতের। তবে নিজের উত্তরসূরীরা পিছু হাঁটবে না, বরং নিজেদের শতভাগ উজাড় করে দিবে এমনটাই বিশ্বাস এই তারকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link