এবারের বিশ্বকাপে চমকের পর চমক দেখাচ্ছে আইসিসির সহযোগী দেশ গুলো। শুরুর দিনে নামিবিয়ার পর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিলো স্কটল্যান্ড। তবে যেভাবে ম্যাচ জিতে নিলো স্কটিশরা একে কেবল হারানো না বলে বলা যায় উড়িয়ে দিলো। মাঠের খেলায় ব্যাটে,বলে, ফিল্ডিংয়ে সব বিভাগেই ওয়েস্ট ইন্ডিজ থেকে যোজন যোজন এগিয়ে ছিল স্কটল্যান্ড।
টস হেরে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ড পাওয়ার প্লেতে দারুন শুরু করলেও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে আবার শুরু হলে তাদের ব্যাটিংয়ের ছন্দপতন ঘটে। তবে একপ্রান্তে জর্জ মুনশীর অবিচল ব্যাটিংয়ে ১৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করায়। দারুন ব্যাটিং উইকেটে দুর্দান্ত বোলিংয়ে স্কটল্যান্ডকে অল্প রানে আটকে রাখলেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দেন।অলরাউন্ডার জেসন হোল্ডারের ৩৮রানের পরেও মাত্র ১১৮ রানে অলআউট হয়ে ৪২ রানের ব্যবধানে ম্যাচ হেরে যায় তারা।
সাংবাদিক সম্মেলনে ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স বলেন, ‘আমার মতে আজকের ম্যাচে যদি আমাদের পারফরম্যান্সের দিকে তাকান শুধু একটা কথাই বলা সম্ভব হতাশাজনক। যে ধরনের ব্যাটিংয়ের প্রদর্শনী দেখলাম আমরা, তা চরম অপেশাদারই বটে।’
উইন্ডিজ কোচ আরও বলেন,‘ব্যাটারদের জেগে উঠতে হবে এবং পেশাদার মানসিকতা নিয়ে ম্যাচ খেলতে নামতে হবে।এটা কোনো ব্যাপার না যে আমরা কোন দলের বিপক্ষে খেলছি। ব্যাটসম্যান হিসেবে আপনার উইকেটের দিকে গভীর মনোযোগী হতে হবে তবেই সফল হওয়া সম্ভব।’
এ সময় নিজেদের পরবর্তী লক্ষ্য ও বোলারদের দারুন বোলিংয়েরও প্রশংসা করেন ৫৯ বয়সী এই কোচ। বোলারদের নিয়ে বলেন, ‘পাওয়ার প্লেতে প্রতিপক্ষের দারুন শুরুর পরেও যেভাবে বোলাররা আমাদের ম্যাচে ফিরিয়েছে তা এক কথায় দুর্দান্ত। এরপরের ম্যাচে জিম্বাবুয়েকে আমাদের হারাতেই হবে।এটাই এখন মূল লক্ষ্য।’
নিজেদের শেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই ম্যাচের এক ম্যাচেও যদি পরাজিত হয় তাহলে বাড়ি ফেরার পথ ধরতে হবে নিকোলাস পুরান-জেসন হোল্ডারদের।