মিরপুরের নিয়মিত চরিত্র এখন ইয়াসির আলী রাব্বি। রোজ আসেন নিয়ম করে। ইনজুরির বাঁধা কাটিয়ে তিনি ফিরতে মরিয়া জাতীয় দলে। নেটে নিয়ম করে লম্বা সময় ব্যাট করেন। এবার তাঁর বিরুদ্ধে অন্যপ্রান্তে বল হাতে দেখা গেল এক কিশোরকে। একটু খেয়াল করতেই মনে হলো এই ছেলেটি তো খুব চেনা। অন্তত তাঁর বোলিং স্টাইলটা বেশ পরিচিত। দুই হাত জড়ো করে ছোট্ট একটা রান আপ, বলটা ছাড়ার আগে একটা লাফ দিয়ে নেয়া। এই ব্যতিক্রমী বোলিং অ্যাকশনটা আপনার আমার খুব চেনা।
সাথে সাথেই মাথায় আসতে পারে, আরে! এটাতো এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহর বোলিং স্টাইল। কারণ তাঁর বোলিং অ্যাকশনের অনুপ্রেরণা যে বুমরাহ। খেলা ৭১-এর পাঠক-দর্শকদের কাছে তিনি অপরিচিত নন, হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি আবাহনী মাঠের সেই জাসপ্রিত বুমরাহ। বাংলাদেশের নিজস্ব জাসপ্রিত বুমরাহ।
উদীয়মান এই পেসারের নাম নাইমুর রহমান রিজয়। স্বপ্ন তাঁর বাংলাদেশের জার্সিতে একদিন নিজের সবচেয়ে প্রিয় ফরম্যাট টেস্টে খেলবেন। একদিন হবেন বুমরাহ-র মতো বিশ্বসেরা পেসার। ক্রিকেটার হওয়ার নেশায় জন্মস্থান ফেনী ছেড়ে পাড়ি জমিয়েছেন স্বপ্নের শহর ঢাকায়। হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে তিনি এগোচ্ছেন তাঁর স্বপ্নের দ্বারে। ইতোমধ্যেই খেলেছেন ঢাকা মেট্রোর হয়ে বয়সভিত্তিক দলে।
২০১৩ সালে আইপিএল দেখেই বুমরাহ’র অ্যাকশনের প্রেমে পড়ে যান রিজয়। সবার থেকে আলাদা বলেই হয়তো মুগ্ধ হয়েছিলেন তিনি। রিজয়ের খেলাধুলায় হাতেখড়ি টেবিল টেনিসের মাধ্যমে। কিন্তু এক পর্যায়ে ক্রিকেটের প্রতি ভালোবাসা তৈরি হলো। বুমরাহ-র ভিন্নধর্মী স্টাইলের প্রতি আগ্রহ জাগলো।
২০২০ সালের দিকে এসে ক্রিকেটকেই বেঁছে নিলেন। প্রবাসী বাবাকে লুকিয়ে কেবল মায়ের সমর্থনের জোরে ঢাকায় আসলেন। ভর্তি হলেন ইনডোর ক্রিকেট একাডেমিতে। সেখানেই শেখা ও অনুশীলনটা চালিয়ে যাচ্ছেন। তিনি আশা রাখেন একদিন বোলিং দিয়ে অনেক বড় কিছু করবেন। ঠিকই বোলিং দিয়ে ক্রিকেটের সর্বোচ্চ উচ্চতাকে ছুঁয়ে দিবেন একদিন।
এই তো আজ মিরপুর একাডেমি মাঠে স্বপ্নের আরেকটু কাছাকাছি এগিয়ে গেলেন তিনি। দেশের একজন জাতীয় দলের ব্যাটারকে বল করাটা তাঁর এই স্বল্প জীবনের স্বপ্নের একটি ধাপই বটে। কিন্তু হঠাৎ করে ইয়াসির আলী রাব্বি কেন জাসপ্রিত বুমরাহ-র অ্যাকশনের মুখোমুখি হচ্ছেন? বিষয়টা অনুমান করা খুবই সহজ।
অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জোর প্রস্তুতি চলছে। রাব্বিও এখন অনুশীলনে ব্যস্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই পাকিস্তানের সাথে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতও। আর সেখানেই ব্যাংলাদেশের ব্যাটারদের মোকাবেলা করতে হবে জাসপ্রিত বুমরাহ-কে। তাই হয়তো নাইমুর রহমান রিজয়ের বোলিং মোকাবেলা করে আসন্ন বিশ্বকাপের জন্য কিছুটা হলেও অভ্যস্ত হওয়ার চেষ্টায় আছেন রাব্বি। দুধের স্বাদ ঘোলে যতটুুকু মিটে আরকি!