যুবরাজ সিং মানেই ছক্কার মার, ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর সেই কীর্তি তো ক্রিকেট ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। বলকে মাঠের বাইরে উড়িয়ে মারার অভ্যাস অবসরের এতদিন পরেও অবশ্য ভোলেননি তিনি, ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে আরো একবার তাই দেখা গেলো ছক্কা বৃষ্টি।
অস্ট্রেলিয়া মাস্টার্সের বিপক্ষে স্রেফ ৩০ বল খেলতে পেরেছিলেন, তাতেই সাত সাতবার ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এই বাঁ-হাতি। অর্থাৎ একটা ছয় মারতে তাঁকে পাঁচ বলও অপেক্ষা করতে হয়নি। যদিও এদিন মাত্র দ্বিতীয় বলে প্রথমবার বলকে মাঠ ছাড়া করেছিলেন তিনি, লং অন অঞ্চল দিয়ে সীমানা পার করেন সেবার।
একই বোলারের বিপক্ষে পরের ওভারে আরো একটা করে চার এবং ছক্কা আদায় করেন এই ব্যাটার। তবে তাঁর উত্তাপ সবচেয়ে বেশি টের পেয়েছেন ব্রাইস ম্যাকগাইন। অজি লেগ স্পিনারের এক ওভারেই তিনটা ছয় হাঁকান তিনি, এরই মধ্য দিয়ে ব্যক্তিগত হাফসেঞ্চুরিতে পৌঁছে যান – আর সেজন্য কেবল ২৬ বল লেগেছিল তাঁর।
শেষপর্যন্ত ৫৯ রান করে থেমেছেন যুবরাজ, প্রায় ২০০ ছুঁই ছুঁই স্ট্রাইক রেট প্রমাণ করে এখনো মরিচা পড়েনি তাঁর ব্যাটে। লং অন, ডিপ মিড উইকেট দিয়ে যেভাবে বাউন্ডারি মেরেছেন তিনি সেটা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। এমন ব্যাটিং দেখার পর আসলেই সন্দেহ জাগে যে, তাঁর বয়স আদৌ ৪৩ কি না!
অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা হেরে গিয়েছে এই তারকার কাছেই। চার নম্বরে নেমে বিধ্বংসী এক ইনিংস খেলে তিনি গড়ে দিয়েছিলেন বড় রানের আর সেই ভিতের ওপর দাঁড়িয়ে ভারত করেছিল ২২০ রান। জবাবে অজিরা গুটিয়ে যায় স্রেফ ১২৬ রানে।
যুবরাজ সিং শুধু ক্রিকেটাঙ্গনে নয়, বাস্তব জীবনেও একজন যোদ্ধা। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে তিনি জিতেছেন, বয়স নামক সংখ্যার কাছে হার মানবেন সেটা তো হয় না।