ক্রিকেটের ইতিহাসে খুব বেশিবার জেনুইন অলরাউন্ডারদের অধিনায়কত্ব করতে দেখা যায়নি। কারণ অলরাউন্ডার মানেই তো ব্যাটিং- বোলিং দুই বিভাগেই নিজের পারফরম্যান্স ধরে রাখতে হয়, দুই বিভাগেই মনোযোগ দিতে হয়। সেখানে আরেকটি অতিরিক্ত দায়িত্ব কাঁধে নেয়াটা বেশ সাহসের বটে।
তবু্ও সব কাজে পটু টাইপ কিছু সফল অলরাউন্ডারকে পেয়েছে ক্রিকেটবিশ্ব। ইমরান খান তার অনন্য উদাহরণ। ভারতীয় ক্রিকেটে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সাম্প্রতিক সময়ে দলের এই গুরুদায়িত্বের ভার নিয়েছেন। আয়ারল্যান্ডের মাটিতে দুই টি-টোয়েন্টিতে তিনি ভারতের অধিনায়ক ছিলেন। এর আগে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়ে আইপিএলের শিরোপা জয়ে দারুণ ভূমিকাও রেখেছেন।
এর আগেও কয়েকজন অলরাউন্ডারকে দেখা গেছে ভারতের নেতৃত্বে। তাঁদের নিয়েই আমাদের এবারের আয়োজন।
- সি. কে. নায়ডু (১৯৩২- ১৯৩৪)
টেস্টে অধিনায়কত্বের পরিসংখ্যানঃ ম্যাচ: ০৪, জয়:০৩
নায়ডু ভারতীয় ক্রিকেট দলের সর্বপ্রথম টেস্ট অধিনায়ক। ১৯৩২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সবমিলিয়ে নায়ডু দেশের হয়ে সাতটি টেস্ট খেলেছিলেন। সাতটি টেস্টেই ৩৫০ রানের পাশাপাশি তিনি নয়টি উইকেট নিয়েছিলেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২০৭ ম্যাচে ১১৮২৫ রানের পাশাপাশি তিনি ৪১১ টি উইকেট নিয়েছিলেন।
- লালা অমরনাথ (১৯৪৭-১৯৫২)
টেস্টে অধিনায়কত্বের পরিসংখ্যান: ম্যাচ: ১৫, জয়: ০২
স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক লালা অমরনাথ। ১৫ টি টেস্ট অধিনায়কত্ব করে দুইটি টেস্ট জিতেছিলেন তিনি। সর্বমোট দেশের হয়ে তিনি ২৪ টি টেস্টে খেলেছেন। যাতে তিনি ৮৭৮ রান ও ৪৫ টি উইকেটের মালিক।
- কপিল দেব (১৯৮২- ১৯৮৭)
টেস্টে অধিনায়কত্বের পরিসংখ্যান: ম্যাচ: ৩৪, জয়: ০৪
ওয়ানডেতে অধিনায়কত্বের পরিসংখ্যান: ম্যাচ: ৭৪, জয়: ৩৯
কপিল দেব হলেন অন্যতম সেরা জেনুইন অলরাউন্ডার যিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছিলেন। তিনি এমন একজন ক্রিকেটার যার পরিচয় বর্ণনার দরকার পড়েনা। কপিল হলেন ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তিনি ওয়ানডেতে চমৎকার নেতৃত্ব দিয়েছেন। কিন্তু টেস্ট অধিনায়ক হিসেবে একদমই ভালো সময় কাটাননি তিনি।
- মহিন্দর অমরনাথ (১৯৮৪)
ওয়ানডে অধিনায়কত্বের পরিসংখ্যান: ম্যাচ:০১, জয়: ০
মহিন্দর অমরনাথের বাবা ছিলেন লালা অমরনাথ। যোগ্য বাবার যোগ্য পুত্র বলা যায় তাঁকে। ১৯৮৩ এ ভারতের বিশ্বকাপ জয়ের নেপথ্যে ফাইনালে তার অলরাউন্ডার পারফরম্যান্স দারুণ ভুমিকা রেখেছিল। তিনি সহ-অধিনায়ক ছিলেন। তিনি ভারতকে নেতৃত্ব দেয়ার তেমন একটা সুযোগই পান নি বলা যায়।
- রবি শাস্ত্রী (১৯৮৭-১৯৯১)
টেস্টে অধিনায়কত্বের পরিসংখ্যান: ম্যাচ: ০১, জয়: ০১
ওয়ানডেতে অধিনায়কত্বের পরিসংখ্যান: ম্যাচ: ১১, জয়: ০৪
সাবেক ভারতীয় এই অলরাউন্ডার কপিল দেবের কাছ থেকে অধিনায়কত্ব বুঝে নিয়েছিলেন। সব মিলিয়ে বারোটি খেলায় নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় পেয়েছেন বলে তাকে নি:সন্দেহে সফল অধিনায়ক মানাই যায়।