অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর চুক্তি ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তাই তো বিশ্বকাপের শেষ দিকে এসে ডোনাল্ডের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে কি না সেই আলোচনায় ব্যস্ত ছিল দেশের ক্রিকেটাঙ্গন। তবে সবাইকে অবাক করে নিজেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই কিংবদন্তি; অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হতে যাচ্ছে তাসকিনদের সাথে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট।
শিষ্যদের নিয়ে সন্তুষ্ট হলেও বিসিবির প্রতি খানিকটা ক্ষোভ রয়েছে ডোনাল্ডের মনে। অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট ইস্যুতে বিসিবি যেভাবে যোগাযোগ করেছে সেটাতে মন:ক্ষুণ্ন হয়েছেন তিনি। তাই তো বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ দিয়ে নিজের অধ্যায়ের সমাপ্তি টেনে দিয়েছেন।
একটি ইংরেজি দৈনিককে এই প্রোটিয়া কোচ বলেন, ‘আমার কাজ শেষ, আপাতত বাড়ি ফিরছি। সেঞ্চুরিয়ান পার্ক থেকে পুনে পর্যন্ত পুরো সময়টা দারুণ ছিল। এই পেস বোলিং গ্রুপ আমার বন্ধুর মতন।’
তিনি আরো যোগ করেন, ‘আমি ভাষায় প্রকাশ করতে পারব না তাঁরা প্রথম দিন থেকে আমার কতটা আপন হয়ে গিয়েছিলো। ইবাদত, খালেদ আরো যে পাঁচজন এখানে (বিশ্বকাপে) আছে এদের মতোন দুর্দান্ত এক পেস বিভাগের সঙ্গে কাজ করা আমি সত্যি উপভোগ করেছি।’
ওটিস গিবসন চলে যাওয়ার পর পেস বোলিং কোচ হিসেবে টাইগার স্কোয়াডে যুক্ত হয়েছিলেন সাদা বিদ্যুৎ। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিলো তাঁর দায়িত্ব। যদিও পেসাররা ভালো করায় মেয়াদ ভারত বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। এরপরও হয়তো লম্বা হতে পারতো তাঁর সময়টা, কিন্তু হঠাৎ করেই বদলে গেল সবকিছু।
সাবেক এই পেসার বলেন, ‘আমি পেস আক্রমণভাগকে আরো সমৃদ্ধ করতে চেয়েছিলাম। তবে এখন সব শেষ, কিন্তু এরা সবাই আমার বন্ধু থাকবে সবসময়। আমি প্রথম দিন এসে একটা পরিকল্পনা করেছি, তাঁরা নিজেদের সেরাটা দিয়ে সেটা নিয়ে কাজ করেছে। আমি আসলেই তাঁদের নিয়ে গর্বিত, তাসকিন থেকে শুরু করে যারা আছে কাউকেই ভুলব না।’