রোহিত, বিরাট দুজনকেই দরকার ভারতের

ক্যারিয়ারের শেষভাগে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা; তাই তো এখন থেকে বেছে বেছে খেলতে হবে তাঁকে। সম্প্রতি টি-টোয়েন্টি পুরোপুরি ছেড়ে দেয়ার ব্যাপারেও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে কথা বলেছেন তিনি। সেক্ষেত্রে তরুণদের নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল তৈরি করবে ভারত।

তবে গৌতম গম্ভীরের ইচ্ছে ভিন্ন, রোহিতকে অন্তত যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলে দেখতে চান তিনি, সেটাও আবার অধিনায়ক হিসেবেই। শুধু রোহিতই নয়, বিরাট কোহলিও যাতে দলে থাকে সেটাই চাওয়া সাবেক এই ব্যাটারের।

তিনি বলেন, ‘তাঁদের দুজনকেই দরকার, দুজনকেই দলে নেয়া উচিত। সবচেয়ে বড় কথা, আমি রোহিত শর্মাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দেখতে চাই। হ্যাঁ, হার্দিক টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করছেন কিন্তু শুধু ব্যাটার হিসেবে রোহিত শর্মাকে দলে রাখবেন না। সে একজন অসাধারণ নেতা, এই ওয়ানডে বিশ্বকাপে সেটা প্রমাণ করেছে। আপনি যদি রোহিতকে দলে নেন তাহলে তাঁকে অধিনায়ক করতেই হবে। এবং বিরাটেরও অবশ্যই অটোমেটিক চয়েজ হওয়া উচিত।’

পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও গম্ভীরের সাথে সহমত। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আর মাত্র ছয় মাস বাকি। আমি রোহিত এবং কোহলি দুজনকেই স্কোয়াডে রাখব; তাঁরাই দলের প্রধান ক্রিকেটার। টি-টোয়েন্টিতেও আপনার কিছুটা অভিজ্ঞতার প্রয়োজন, শুধুমাত্র তরুণদের নিয়ে দল তৈরি করা যায় না।’

আনুষ্ঠানিকভাবে রোহিত শর্মা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেও সাম্প্রতিক মাসগুলোতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই সংস্করণে খেলছে টিম ইন্ডিয়া। কিন্তু বিশ্বকাপে রোহিতের সাহসী অধিনায়কত্ব আর আগ্রাসী ব্যাটিং বিশেষ নজর কেড়েছে, তাই তো তাঁকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা মানে বড় একটা অস্ত্র হাতছাড়া করা।

আবার পান্ডিয়া ইনজুরি প্রবণ ক্রিকেটার, এখনো ইনজুরিতে আছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও হয়তো তাঁকে পাওয়া যাবে না। পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস ছাড়াই কি বৈশ্বিক টুর্নামেন্টে নেতৃত্ব দিবেন তিনি নাকি ইনফর্ম হিটম্যান আরো একবার টস করতে নামবেন বিশ্ব জয়ের লক্ষ্যে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link