এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রান এসেছে বিরাট কোহলির ব্যাট থেকে। ৫৯৭ রান করে শীর্ষ রান সংগ্রাহক ব্যাটারদের দ্বিতীয় অবস্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারতের ক্রিকেট আকাশ রক্ষায় এ দুই ক্রিকেটারই কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামেন। তবে সমসাময়িক ক্রিকেটার হওয়ায় প্রায়ই তুলনা আর চর্চার বিষয় হয়ে ওঠেন বিরাট-রোহিত।
এবার তেমনই একটা তুলনা করলেন পাকিস্তানের পেসার জুনায়েদ খান। তাঁর মতে, রোহিতই সাদা বলের ক্রিকেটে ভারতের নাম্বার ওয়ান ব্যাটার। এমনকি তিনি এগিয়ে রয়েছেন শচীন, বিরাটের থেকেও। এমন বেফাঁস মন্তব্য করেই পাকিস্তানের সাবেক এ পেসার।
এক পডকাস্টে তিনি বলেন, ‘আমার দৃষ্টিতে রোহিতই সেরা। সে যেভাবে ব্যাট করে, শট সিলেকশন কিংবা বল রিড করার সক্ষমতা- সব জায়গাতেই একটা নিজস্বতার ছাপ আছে তাঁর ব্যাটিংয়ে। এজন্যই তাঁকে হিটম্যান বলা হয়।’
এরপর ওয়ানডে ক্রিকেটে রোহিতের ৩ টি ডাবল সেঞ্চুরি নিয়ে জুনায়েদ খান বলেন, ‘তিন তিনটা ম্যাচে ডাবল সেঞ্চুরি। এটা সত্যিই আমাকে আমাকে বিস্ময়ে ভাসিয়েছে। ব্যাট হাতে তাঁর দারুণ দক্ষতা আছে। এমনকি ভারতীয় দলে তাঁর অবদান শচীন, কিংবা বিরাটের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই এ ব্যাটার।
এবারের বিশ্বকাপে ১২৫.৯৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন রোহিত শর্মা। প্রতি ম্যাচেই দলকে উড়ন্ত শুরু এনে দেওয়া এ ওপেনার ছক্কার রাজত্বেও বনে গিয়েছেন নতুন রাজারূপে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সর্বোচ্চ ছক্কার মালিক এই ওপেনার।
শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন এ ওপেনার। এ ছাড়া ভেঙে দিয়েছেন এ বি ডি ভিলিয়ার্সের এক পঞ্ছিকা বর্ষে হাকানো সর্বোচ্চ ছক্কার রেকর্ড।