পাঁচ উইকেট পাওয়ার আগেই উদযাপন ভেবে রেখেছিলেন আর্শদীপ

জোহানেসবার্গে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডের ভাগ্য একাই গড়ে দিয়েছেন আর্শ্বদীপ সিং। ক্যারিয়ারের মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নেমে শুরু থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন তিনি; নতুন বল হাতে প্রোটিয়াদের উপরের চার ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই পেসার। শেষপর্যন্ত তাঁর ফাইফারের কল্যাণে প্রোটিয়াদের মাত্র ১১৬ রানে গুটিয়ে দিতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া।

এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি হয়েছে ভক্ত-সমর্থকেরা। তবে তাঁদের পুনরায় অবাক করে দিয়েছেন আর্শ্বদীপ, ম্যাচ শেষে একটা ভিডিওতে তিনি প্রকাশ করেন যে, আগের রাতেই নাকি তাঁর মনে এসেছিল পাঁচ উইকেট পাওয়ার কথা। তাঁর মনে হয়েছিল কাল যে, সবকিছু দারুণ কিছু হতে যাচ্ছে।

বিস্ময়কর, তাই না? তবে মিথ্যে ভাবার কারণ নেই। সতীর্থ আবেশ খানের সাথে আলোচনার সময় এসব কথা জানান এই বাঁ-হাতি। তিনি বলেন, ‘মনে হতে পারে যে আমি বসে বসে গল্প বানাচ্ছি। কিন্তু গতকাল ঘুমাতে যাওয়ার আগে, কল্পনা করেছিলাম যে পাঁচ উইকেট তুলে নিয়ে এরোপ্লেন স্টাইলে উদযাপন করছি।’

 

এই তরুণ আরো বলেন, ‘আমি বিশ্বাস করি যে, আপনি যদি কিছু কল্পনা করেন তবে আপনার জন্য এটি অর্জন করা সহজ হয়ে যায়। তাই তো ভালো জিনিসের কথা ভাবি। পারফরম্যান্স নয়, আমাদেট কোচও ইতিবাচক থাকার উপর গুরুত্ব দেন। যেটা যেভাবে চলছে সেভাবে উপভোগ করা, ফলাফল সম্পর্কে চিন্তা না করে নিজের করা – এসব সত্যিই মজার।’

তাঁর পাশাপাশি গত ম্যাচে আবেশও দারুণ বল করেছেন। স্বাগতিক মিডল অর্ডারকে ধ্বসিয়ে দিয়েছিলেন তিনি, চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন।

দুজনের এমন পারফরম্যান্স নিয়ে আর্শ্বদীপ বলেন, ‘পরিকল্পনা ছিল স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করা এবং যাতে সহজে বোল্ড বা এলবিডব্লু হয়। উইকেট থেকেও আমরা সাহায্য পেয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link