রোহিত-ধোনি, কর্পোরেট মুম্বাই-ট্র্যাডিশনাল চেন্নাই

ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল শেষেই সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাট তাঁকে আর দলে নেয়া হবে কি না সেটি নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছেন নির্বাচকরাও, এমন অবস্থা রোহিতের আইপিএল ফ্রাঞ্চাইজি অবশ্য মুখ ফিরিয়ে নিয়েছে তাঁর থেকে; একরকম হুট করেই হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

শুধুমাত্র ভবিষ্যৎ ভাবনা মাথায় রেখে এতদিনের চেনা ক্যাপ্টেনকে মুহুর্তের মাঝে বদলে ফেলেছে তাঁরা। অথচ এখনো কিছু দেয়ার বাকি ছিল হিটম্যানের, আন্তর্জাতিক ক্রিকেট থেকেও সরে দাঁড়াননি তিনি – তাহলে এত তাড়া কিসের মুম্বাইয়ের?

চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস এই দিক থেকে অবশ্য নির্বিকার। মহেন্দ্র সিং ধোনির হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয়ার পর থেকে নিশ্চিন্ত হয়ে আছে দলটির ম্যানেজম্যান্ট। যদিও ভারতীয় জার্সিকে অনেক আগেই বিদায় বলে দিয়েছিলেন ধোনি, বয়সও পেরিয়ে গিয়েছে চল্লিশের কোটা। তিনি যে আহামরি ফর্মে রয়েছেন তাও নয়, তবু ভবিষ্যৎ ক্যাপ্টেন খোঁজার কোন তাড়া নেই তাঁদের মাঝে।

মূলত দুই দলের দর্শনটা আলাদা, মুম্বাই আগাগোড়া কর্পোরেট একটা প্রতিষ্ঠানের মত। তাঁরা বাস্তববাদী, সময়োপযোগী সিদ্ধান্ত নিতে চায়। সেজন্যই ভারতের আগামী দিনের অধিনায়ক এবং উদীয়মান স্টার হার্দিক পান্ডিয়াকে লম্বা সময়ের জন্য নিজেদের করে নিয়েছে।

তবে এই লক্ষ্য পূরণে দলটির ম্যানেজম্যান্ট যেমন পদক্ষেপ নিয়েছে সেটি সন্তুষ্ট করতে পারেনি ভক্তদের; তাঁদের দাবি, রোহিত শর্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া অন্যায় হয়েছে, এই ব্যাটার আরো সম্মান প্রাপ্য। এমনকি সুরিয়াকুমার যাদব, আর জাসপ্রিত বুমরাহও সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন; হয়তো টাকা দিয়ে ক্যাপ্টেন কেনা পছন্দ হয়নি এই দুজনের।

অন্যদিকে চেন্নাই বরাবরই ক্রিকেটকে দেখেছে আবেগের জায়গা থেকে। সেই শুরু থেকেই তাই ধোনির অধীনে খেলছে দলটি; এই কিংবদন্তি উইকেটকিপারও হতাশ করেননি, একে একে জিতিয়েছেন পাঁচটি শিরোপা। তাঁর আনুগত্য আর অবদানের প্রতি সম্মান দেখিয়ে অধিনায়কত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাঁকে দেয়া হয়েছে।

অবশ্য সিএসকে চেষ্টা করেছিল ‘ক্যাপ্টেন কুল’ মাঠে থাকতেই নতুন কাউকে খুঁজে বের করার। কিন্তু রবীন্দ্র জাদেজা সেই চেষ্টা সফল করতে পারেননি; তাই ধোনির নেতৃত্বেই খেলতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। যদিও এক বা দুই মৌসুম পরের জন্য দ্রুতই যোগ্য অধিনায়ক খুঁজে বের করতে হবে দল চেন্নাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link