ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি ভারতের ঈশান কিষাণের। আর এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে, ঈষান কিষাণের সাম্প্রতিক আচরণে বেশ বিরক্ত হয়েছে নির্বাচক প্যানেল। আর সে কারণেই টি-টোয়েন্টি দল থেকে ছাটাই করা হয়েছে এ উইকেটরক্ষক ব্যাটারকে।
সর্বশেষে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ছিলেন ঈশান কিষাণ। তবে পারিবারিক কারণ দেখিয়ে বিশেষ অনুমতির আবেদন করে দেশে ফিরে আসেন তিনি। বোর্ড তখন আবেদন মঞ্জুরও করে।
এরপরেই ঈশানকে দেখা যায় দুবাইয়ে। ধোনির সঙ্গে এক অনুষ্ঠানে হাজির হন তিনি। এরপর দেশে ফিরে এসে রঞ্জি ট্রফিও খেলতে দেখা যায়নি তাঁকে। আর এতেই নাকি ভারতের নির্বাচকদের মাঝে ঈশান কিষাণকে নিয়ে তৈরি হয়েছে বিরক্তি।
আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা পেয়েছে সাঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। এমনিতে ওয়ানডে আর টেস্ট দলে লোকেশ রাহুল থাকায় জায়গা হয় না ঈষাণের। এবার বাদ পড়লেন টি-টোয়েন্টি দল থেকেও। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট তরুণ এ ক্রিকেটার কতটা মেলে ধরবেন কিংবা মেলে ধরার সুযোগ পাবেন, সেটিই এখন পড়ে যাচ্ছে চরম অনিশ্চয়তায়।
এ দিকে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়েই এক বছরেরও বেশি সময় পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতীয় গণমাধ্যম সূত্রে, টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরা নিয়ে কেপটাউনে কোহলির সাথে একান্ত বৈঠকে বসেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার।
ধারণা করা হচ্ছে, সেখানে মূলত, এই ফরম্যাটে কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। একই সাথে, আসন্ন জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও কোহলিকে তাঁর রোল সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানা গিয়েছে।
জানিয়ে রাখা ভাল, আগামী ১১ জানুয়ারি মোহালিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ম্যাচ দিয়েছি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরবেন রোহিত ও বিরাট কোহলি।