স্বচ্ছতার বিনিময়ে ঘটবে ইমাদের প্রত্যাবর্তন

পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানের ক্রিকেটে। সেই হাওয়ার সাথে তাল মিলিয়ে ইমাদ ওয়াসিমও দিয়েছেন পরিবর্তনের বার্তা। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন পাকিস্তানি এই অলরাউন্ডার। তবে পরিস্থিতি বিবেচনায় নিজের সিদ্ধান্ত পালটে ফেলার ইঙ্গিতই দিয়েছেন ইমাদ।

ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলেও হয়েছিল বেজায় কোলাহল। সেই কোলাহল থেকে নিজেকে মুক্ত করতেই অবসর নিয়েছিলেন ইমাদ। কিন্তু দলের সার্বিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তিনিও তাই ফিরে আসার আশাই ব্যক্ত করেছেন। কিন্তু জুড়ে দিয়েছেন বেশ কিছু শর্ত।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের স্থানীয় এক গনমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন নিজের মনবাসনা। ইমাদ বলেন, ‘আমি যেই সিদ্ধান্ত নিয়েছি তা শতভাগ ভেবেই নিয়েছি, পরিশেষে সেটা আমারই সিদ্ধান্ত ছিল। কিন্তু আপনি জানেন না পাকিস্তানের কখন আপনাকে প্রয়োজন পড়বে, তখন আপনাকে সে বিষয়টি ভেবে দেখতেই হবে।’

তাতেই মূলত নিজের ফেরার ইঙ্গিতটি দিয়ে রেখেছেন পাকিস্তানের হয়ে ১২১ ম্যাচ খেলা ইমাদ। তবে দলে তিনি ঠিক কি দায়িত্ব পালন করবেন, সে বিষয় স্বচ্ছতা চান ইমাদ। এ নিয়ে তিনি বলেন, ‘আমি জানতে চাই, আমি স্বচ্ছতা চাই। একজন অধিনায়ক হিসেবে নয়, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আমি দায়িত্ব নিতে চাই। আমি দলকে কোথায় দেখতে চাই বা সিনিয়র ক্রিকেটাররা কোথায় দেখতে চায় সেই পথে পরিচালনার বিষয়ে স্বচ্ছতা চাই।’

তিনি চাইছেন পাকিস্তান যেন দলগতভাবে সাফল্যের দিকেই এগিয়ে যাক। ইমাদ চান সেই সফলতার পথে তিনি দলকে নিজের অভিজ্ঞতা থেকে সাহায্য করতে। তিনি বলেন, ‘আমি শুধু চাই পাকিস্তান সঠিক কম্বিনেশনের সাথে, সঠিক ধরণের সাথে যথাযথ ক্রিকেটটা খেলুক।’

তার অবসরের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, সেটা অন্তত স্পষ্ট হয়ে যায় তার ভাষ্যমতে। পাকিস্তানকে বিগত বছরগুলোতে ভুলের মাশুল দিতে হয়েছে চড়া দামে। ওয়ানডে বিশ্বকাপেও দলটির হয়েছে ভরাডুবি। অতএব এই সব বিষয়ের পুনরাবৃত্তি চাননা ইমাদ। তিনি এসকল বিষয়ে স্পষ্টতার প্রেক্ষিতেই ফিরবেন জাতীয় দলে।

ইমাদ ওয়াসিম বিশ্বাস করেন অবসর নেওয়া কোন খারাপ কিছু নয়। বরং মনের বিরুদ্ধে কোথাও বেশিক্ষণ অবস্থান করা ঠিক নয় বলেই উপদেশ দিয়েছেন ইমাদ ওয়াসিম। তিনি স্রেফ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলেছিলেন। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে সর্বত্র খেলে বেড়িয়েছেন এই অলরাউন্ডার। তবুও তিনি একটা পরিবর্তনের অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link