ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়েছেন দুজনই। গত বছরের জানুয়ারিতে ২১৮ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আর একই বছরের মাঝামাঝিতে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান লিওনেল মেসি।
তবে ইউরোপের ফুটবল ছাড়লেও এ দুই ফুটবলারের আয় কিন্তু একটুও কমেনি। বরং ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের শীর্ষ সারিতেই আছে মেসি-রোনালদো।
তবে এ ক্ষেত্রে মেসিকে ছাপিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত বছরে ২১৮ মিলিয়ন ইউরো আয় করা পর্তুগিজ এ ফুটবলার রয়েছেন এই তালিকায় সবার শীর্ষে। তাঁর পরে রয়েছেন গলফ তারকা জন রাম।স্প্যানিশ এ গলফার সর্বশেষ বছরে আয় করেছেন ১৬১ মিলিয়ন ইউরো।
১০৩ মিলিয়ন ইউরো নিয়ে এই তালিকায় তিনে রয়েছেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের এই তালিকায় চার নম্বরে রয়েছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। সবশেষ বছরে তিনি আয় করেছিলেন ৯৯.৮ মিলিয়ন ইউরো।
এ ছাড়া ৯৯.২ মিলিয়ন ইউরো নিয়ে পাঁচ নম্বরে আছেন ফ্রেঞ্চ ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। আর উল্লেখযোগ্য ফুটবলারদের মধ্যে সৌদি প্রো লিগের দল আল হিলালে গত আগস্টে পাড়ি জমানো নেইমার আয় করেছেন ৯৬ মিলিয়ন ইউরো। এ ছাড়া সৌদি প্রো লিগে যাওয়া আরেক ফুটবলার করিম বেনজেমা আয় করেছেন ৬১ মিলিয়ন ইউরো।
রোনালদোর অবশ্য এত বড় অঙ্কের আয় করার পিছনে রয়েছে আল নাসরের সাথে তাঁর চুক্তি। সৌদি এ ক্লাব ছাড়াও নাইকি ও জ্যাকব অ্যান্ড কোংয়ের মতো আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মিলিয়ে এনডোরসমেন্টের নানা খাত থেকে আরো ৪৮ মিলিয়ন ইউরো আয় করেন এ ফুটবলার।