ভারতীয় ক্রিকেটের ইতিহাসে শূন্য থেকে শুরু করে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের সিংহাসনে আরোহণের রূপকথার কাহিনীর শ্রেষ্ঠতম নায়ক কে? মহেন্দ্র সিং ধোনি।
আর, ধোনির এই রকেটসুলভ উত্থানের নেপথ্যে যে মানুষগুলোর অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন তাঁর বন্ধু তথা ঝাড়খণ্ডের রাঁচির এক ক্রীড়া সামগ্রী বিক্রয়কারী দোকানের মালিক – পরমজিৎ সিং।
২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ধোনির জীবনকাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ছবি ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে সমগ্র বিশ্ব দেখেছিল যে ধোনির স্ট্রাগলিং পিরিয়ডে পরমজিৎ ধোনিকে ব্যাটের স্পনসর জোগাড় করে এনে দিয়েছিলেন।
তৎকালীন সময়ে পরমজিৎয়ের দোকানের নামেই পরমজিৎ একটি স্পোর্টস ব্র্যান্ড গড়ে তোলার চেষ্টা করছেন – প্রাইম স্পোর্টস।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতিতে সেই প্রাইম স্পোর্টসের স্টিকার সাঁটানো ব্যাট হাতে প্র্যাকটিসে নেমে ধোনি তার বন্ধু পরমজিৎয়ের কোম্পানির প্রচারে সাহায্যের হাত বাড়ালেন।
বন্ধুত্বের প্রতিদান মহেন্দ্র সিং ধোনির চেয়ে ভাল কেই বা দিতে পারে। বন্ধু হিসেবে কতটা ভাল সেটা প্রমাণ করলেন ক্যাপ্টেন কুল। তাঁর বাড়িয়ে দেওয়া হাতই যেন বলতে চাইলো – জীবনে বড় সেই হয় যে নিজের ছোটবেলাকে কখনো ভোলে না।