ভারত কেন ৫ রানের জরিমানা গুণল?

রাজকোট টেস্টে ভারতের ৪৪৫ রানের বিপরীতে ব্যাটিংয়ে নামার আগেই ইংল্যান্ডের স্কোরকার্ডে যোগ হয়েছে ৫ রান। কিন্তু কেন? রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার সেঞ্চুরি কিংবা সরফরাজ, ধ্রুব জুরেলের অভিষেক ছাপিয়ে দ্বিতীয় দিনে এসে যেন এটিই হয়েছে বহুল চর্চিত বিষয়। 

মূল ঘটনায় ফেরা যাক। ভারতের ইনিংসের ১০২তম ওভারে কাভারে খেলে রান নিতে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও অপর প্রান্তে থাকা জুরেলের আপত্তিতে রানটা শেষ পর্যন্ত নেননি অশ্বিন। তবে, পিচের মাঝখানে দৌড়ে প্রান্ত বদল করতে গিয়েই খাল কেটে কুমির আনেন এ অলরাউন্ডার।

কেননা আইসিসি আইনের ৪১.১৪ নম্বর ধারা অনুযায়ী, ব্যাটার পিচের মাঝ বরাবর দৌড়ালে তাতে পিচের সংরক্ষিত জায়গায় ক্ষতি হওয়ার সম্ভবনা থাকে। এমন অবস্থায় যদি আম্পায়ার মনে করেন, সেখানে রানিং করার কোনো কারণ ওই ব্যাটারের নেই, তাহলে তিনি ব্যাটারকে সাবধান করতে পারেন৷

তবে, সতর্ক করার পরও যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে তাহলে আম্পায়ার ৫ রান পেনাল্টি করতে পারেন। মূলত এ কারণেই ইংল্যান্ডকে ৫ রান পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের দিয়েছেন আম্পায়ার জোয়েল উইলসন।

তবে প্রশ্ন হচ্ছে, আম্পায়ার কি প্রথমে অশ্বিনকে সতর্ক করেছিলেন? না সেটি তিনি করেননি। তবে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তটা আইনসিদ্ধই হয়েছে।

কারণ, রাজকোট টেস্টের প্রথম দিনেই একই কাজ করার কারণে রবীন্দ্র জাদেজাকে চূড়ান্ত সতর্ক করেছিলেন আম্পায়ার। দ্বিতীয় দিনে এসে অশ্বিনও এই কাজ করার পর তাই আর রেহাই মেলেনি ভারতের। ইংল্যান্ড পায় বাড়তি ৫ রান। 

অবশ্য ৫ রান পেনাল্টির পরও রাজকোট টেস্টে চালকের আসনেই আছে ভারত। দুই সেঞ্চুরি আর এক ফিফটিতে বড় সংগ্রহই গড়েছে তাঁরা। সিরিজ এখন পর্যন্ত ১-১ সমতায়। তাই রাজকোট টেস্ট দুই দলের জন্যই হতে যাচ্ছে এগিয়ে যাওয়ার নির্ধারণী ম্যাচ। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link