হোক তর্ক, তবুও পরিসংখ্যান বলে যে কোন দিক থেকেই বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ! শুধুই কি একটা ক্লাব? সম্ভবত নয়। রিয়াল মাদ্রিদ একটা আবেগ, রিয়াল মাদ্রিদ মানেই অনুপ্রেরণা, রিয়াল মাদ্রিদ শেখায় দেয়ালে পিঠ ঠেকে গেলেও ফিরে আসার মন্ত্র।
মানসিক চাপ মাথায় নিয়ে বড় বড় ম্যাচ শেষ মুহূর্তে নিজেদের দখলে নিয়ে আসা দলটির নাম রিয়াল মাদ্রিদ। সাদা জার্সি গায়ে চাপিয়ে ইউরোপে দাপট দেখানোর ১২২ বছরে পৌঁছে গেছে ক্লাবটির বয়স।
ভালোবাসা, আবেগ, ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ এই ক্লাবটি, শত বছর যাবত ইরোপের ফুটবলে ধারাবাহিকভাবে একচ্ছতত্র আধিপত্য দেখিয়ে যাচ্ছে। লস ব্ল্যাঙ্কোস, গ্যালাক্টিকোস আরও কত কি নামে ডাকা হয় স্পেনের এই ক্লাবটিকে।
বিংশ শতাব্দীর একেবারে শুরুর দিকে জন্ম রিয়াল মাদ্রিদ নামক ক্লাবটির। ১৯০২ সালে পদচারণা শুরু করা ক্লাব এখন ‘কিং অব ইউরোপ’। ৩৩ টি লা লিগা, ১৯ টি কোপা দেল রে, ১০ টি স্প্যানিশ সুপার কাপ, একটি কোপা দে লা লিগা , একটি কোপা এভা দুয়ার্তে-সহ মোট ৬৪টি শিরোপা এই ক্লাবটির ঝুলিতে।
আরো আছে রেকর্ড পরিমাণ ১৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ২টি উয়েফা কাপ শিরোপা এবং ৪টি উয়েফা সুপার কাপ। ৭ বারের ক্লাব চ্যাম্পিয়ন হিসেবে ক্লাব বিশ্বকাপ জেতার গৌরব অর্জনেও পিছিয়ে নেই লস ব্ল্যাঙ্কোসরা।
যুগে যুগে আলফ্রেডো ডি স্টেফানো, ক্যানেভেরা, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, ডেভিড বেকহ্যাম, রিকার্ডো কাকা, মেসুত ওজিল, অ্যাঞ্জেলো ডি মারিয়া-সহ রোনালদো, রামোসের মতো মহাতারকা খেলে গেছেন এই ক্লাবে।
দর্শক আজও ভোলেনি জিদানের সেই ভলি, ক্যাসিয়াসের অতিমানবীয় সেভ, গ্যারেথ বেলের দৌড় আর ন্যু ক্যাম্প এক মুহূর্তে শান্ত করে দেয়া রোনালদোর সিউউউউউউ চিৎকার।
গ্যালারি থেকে এখনো ভেসে আসে, হালা মাদ্রিদ ,হালা মাদ্রিদ আওয়াজ। রিয়াল মাদ্রিদ জিতেছে শিরোপা , জিতেছে কোটি মানুষের ভালোবাসা। প্রতিটা মুহূর্তে উত্তেজনা , ম্যাচ শেষে চোখের কোণে অশ্রু আর আর মুখ ভরা হাসি নিয়েই এখনো বাড়ি ফেরে রিয়াল মাদ্রিদের দর্শকরা।
মাদ্রিদ ডার্বি কিংবা এল ক্লাসিকো মাদ্রিদ নামে ফেভারিট হয়েই। যদিও ম্যাচ শেষের ফলাফল কখনো আসে পক্ষে, কখনো যায় বিপক্ষে। কারো কাছে রিয়াল মাদ্রিদ শুধুই এক ক্লাবের নাম আবার কারো কাছে রিয়াল মাদ্রিদ এক সমুদ্র শুভ্র আবেগ।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই ক্লাবটি এখনো জিতে চলেছে একের পর এক শিরোপা। তাই অতীতের সব পরিসংখ্যান আর বর্তমান পারফর্মেন্সই বলে দেয় বিংশ শতাব্দীর সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।