টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকবেন না বিরাট কোহলি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে। তবে ভক্ত-সমর্থকদের কেউই এটিকে সত্য বলে মেনে নিতে পারছেন না। শুধু তাই নয়, পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানেশ কানেরিয়াও বিস্মিত হয়েছেন বিরাটের বাদ পড়ার খবরে। তাঁর মতে, ভারতের বিশ্বকাপ স্কোয়াডে এই ব্যাটারের নিঃসন্দেহে জায়গা পাওয়া উচিত।
বিভিন্ন গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বৈশ্বিক টুর্নামেন্টের আগে কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচকরা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কোহলিকে দলের নেয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিটি এবং টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে উপেক্ষা করা হতে পারে।
এই ব্যাপারে কানেরিয়া বলেন, ‘সামাজিক মাধ্যমের কিছু আপনি সত্য ভাবতে পারেন না। বিরাট কোহলিকে কিভাবে উপেক্ষা করা সম্ভব? সে ধারাবাহিকভাবে রান করছে, এখন তাঁর বিকল্প খোঁজার সময় নয়। বরং তাঁকে স্কোয়াডে অবশ্যই রাখা উচিত, সে স্কোয়াডের তরুণ ক্রিকেটারদেরও সাহায্য করবে৷’
কোহলিকে সমর্থন করার পাশাপাশি এই পাক স্পিনার কুলদীপ যাদবের ভূয়সী প্রশংসা করেছেন। কুলদীপ যেভাবে নিজের সেরা রূপে ফিরেছেন তাতে মুগ্ধ হয়েছেন। তাঁর মতে, সামনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং রঞ্জির ট্রফির ম্যাচ খেললে আরো উন্নতি করতে পারবেন এই চায়নাম্যান বোলার।
একইসাথে জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ার মত চোট প্রবণ ক্রিকেটারদের ওয়ার্কলোডের ব্যাপারে বিসিসিআইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পাক কিংবদন্তি। আবার যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মাদের প্রতিভা যেন অপচয় না হয় সেদিকেও নজর রাখতে বলেছেন তিনি।
এরপর কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করতে দেখা যায় সাবেক এই তারকাকে। উদীয়মান স্পিনারদের উন্নয়নে কাজ করার জন্য মুখিয়ে আছেন, এমনকি আইপিএল থেকে ডাক আসলে সাদরে গ্রহণ করবেন তিনি।