পাকিস্তানের মিডল অর্ডারের সমাধান, শাদাব খান

মিডল অর্ডার নিয়ে উদ্বেগ দূর করতে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে শাদাব খানকে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ হাফিজ। একটি স্থানীয় স্পোর্টস চ্যানেলে কথা বলতে গিয়ে শাদাবের ব্যাটিং দক্ষতার প্রশংসা করেন তিনি।

টপ অর্ডারে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের সাথে ফখর জামানের মত ব্যাটার থাকলেও মিডল অর্ডারে বলার মত কেউ নেই পাকিস্তান জাতীয় দলে। তাই মিডল অর্ডার নিয়ে বরাবরই সমস্যায় পড়তে হয়েছে টিম ম্যানেজম্যান্ট। তবে এবার পরামর্শ বাতলে দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।

মিডল অর্ডার নিয়ে উদ্বেগ দূর করতে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে শাদাব খানকে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। একটি স্থানীয় স্পোর্টস চ্যানেলে কথা বলতে গিয়ে শাদাবের ব্যাটিং দক্ষতার প্রশংসা করতে দেখা যায় তাঁকে। তাঁর মতে, এই ডানহাতি পাকিস্তানের মিডল অর্ডারের সমস্যা সমাধানে সাহায্য করতে পারবেন।

হাফিজ বলেন, ‘এ মুহুর্তে ভরসা করার মত আমাদের কাছে কেবল শাদাব খান আছে। আমাদের তাঁর আত্মবিশ্বাস বাড়াতে হবে কারণ ব্যাটার হিসেবে তাঁর যথেষ্ট সামর্থ্য রয়েছে।’

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান মৌসুমে নয় ইনিংস খেলে ২৭৮ রান করেছেন আলোচিত এই লেগি। প্রায় ১৪৬ স্ট্রাইক রেটে রান করেছেন, এছাড়া তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি হাফ-সেঞ্চুরি। বলাই যায়, ব্যাট হাতে নিজেকে প্রমাণের কাজটা ভালভাবেই করছেন তিনি৷

তাই তো পাকিস্তানের বিদায়ী টিম ডিরেক্টর তাঁকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা দেয়ার কথা ভাবছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে একজন বোলিং অলরাউন্ডার না ভেবে আমাদের তাঁকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে ব্যবহার করা উচিত।’

আবার ইফতেখার আহমেদের সাম্প্রতিক ফর্ম খুব বেশি সন্তোষজনক নয়। কিন্তু তাঁকে বাদ দেয়ার সুযোগ নেই, কেননা মিডল অর্ডার ব্যাটারদের কেউই ভাল করতে পারছেন না। পিএসএলেও দেখা যাচ্ছে একই চিত্র। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোহাম্মদ হাফিজ। তিনি বলেন, ‘মিডল অর্ডার নিয়ে পাকিস্তানের এখনও সমস্যা আছে। পিএসএলে এবার যারা রান পাচ্ছেন তাঁরা হয় ওপেনার, না হলে তিন নম্বরে ব্যাট করেন।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...