তিন ওভারে দুবার স্ট্রেচার, আম্পায়ার-সহ দুই ‘কনকাশন-সাব’

শেষ তিন ওভারের মধ্যে দু’বার স্ট্রেচার ঢুকল মাঠে। তাতে, মাঠ ছেড়ে যেতে বাধ্য হলেন দুই বাংলাদেশি ক্রিকেটার। ৪৭ থেকে ৫০ তম ওভারের মধ্যে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক।

শুরুটা হয় মুস্তাফিজুর রহমানকে দিয়ে। ৪২ তম ওভারের শেষ বল করতে গিয়ে পিচে গড়িয়ে পড়েন কাটার মাস্টার। এরপর পাঁচ ওভার ফিল্ডিং করলেও খুব বেশি সমস্যা হয়নি। তবে বিরতি দিয়ে আবার বোলিংয়ে ফেরেন, তবে ওভার শেষ করতে পারেননি। প্রথম বল (ওয়াইড) করার পর পায়ে ব্যথা অনুভব করেন এই বাঁ-হাতি পেসার। ক্র্যাম্পিংয়ের জন্য আর বোলিংয়ে ফেরা হয়নি তাঁর।

চট্টগ্রামে আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৩১ ভাগ। তাঁর ওপর দিনের ম্যাচ। এমন আবহাওয়াতে আসলে পেসারদের জন্য ক্র্যাম্পিং বড় কিছু নয়। গরমের সঙ্গে পাল্লা দিতে না পেরে বেশ ভুগতে হয়েছে গোটা বাংলাদেশ দলকে।

৯ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তাঁর জায়গায় বোলিংয়ে এসে সফল হন সৌম্য সরকার। ফিরিয়ে দেন মাহিশ থিকসানাকে। যদিও, সৌম্যরও শেষ রক্ষা হয়নি। ৪৯ তম ওভারের শেষ বলে বাউন্ডার লাইনে হাঁটুতে ব্যাথা পান তিনি। তিনি আর মাঠেই ফিরতে পারেননি। তাঁর জায়গায় কনকাশন সাব হিসেবে মাঠে নামেন তানজিদ হাসান তামিম।

এরপর জাকের আলী অনিককেও মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে করে। ইনিংসের শেষ ওভারে ক্যাচ নিতে গিয়ে এনামুল হক বিজয়ের সাথে ধাক্কায় গুরুতর আহত হন তিনি। জাকের একাদশে না থাকলেও বদলী ফিল্ডার হিসেবে নামেন।

প্রমোদ মাদুশানের ক্যাচ নিতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ধাক্কা খান জাকের আলি অনিক। এনামুল ক্যাচ নিলেও আঘাত পান জাকের। লুটিয়ে পড়েন মাটিতে। ব্যথায় কাতরাতে থাকা জাকেরের পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব হয়নি। তিনিও মাঠ ছেড়ে যান।

শুধু বাংলাদেশ দলই নয়, গরমের বিপদ নেমে এসেছে আম্পায়ারদের ওপরও। ডিহাইড্রেশন আর ক্র্যাম্পিংয়ে দ্বিতীয় ইনিংসে নামতে পারেননি আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো। তাঁর জায়গায় নামেন বাংলাদেশের রিজার্ভ আম্পায়ার তানভির আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link