ইমাদকে ফেরানোর চেষ্টা পাকিস্তানের

অবশেষে ইমাদ ওয়াসিমের সাথে বৈঠকে বসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড  (পিসিবি) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করার পর আবারও আলোচনায় আসেন ইমাদ।

বেশ কিছু দিন আগেই শেষ হলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরআর এখন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের সাথে একটি বৈঠক করতে চায় পিসিবির প্রধান কর্মকর্তারাযেখানে তাঁর ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে জানতে চায় বোর্ড কর্তারালাহোরে পিসিবির হেডকোয়ার্টারে ইমাদকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে 

পিএসএলের নবম আসরে তৃতীয় শিরোপা জিতে নেয় ইসলামাবাদ ইউনাইটেডযার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইমাদ ওয়াসিমনিজের সেরাটা উজার করে দেন ইউনাইটেডের জন্য। সূত্রানুসারে, ইমাদ পিসিবির আমন্ত্রণ গ্রহণ করেছেনপিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের সাথে সাক্ষাত করার ইচ্ছাও পোষণ করেছেন তিনি 

এছাড়াও গুঞ্জন উঠেছে, অবসর ভাঙতে ইমাদকে উৎসাহিত করা হবেপাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদিও তাঁর সাথে যোগাযোগ করেন এবং অবসর ভেঙ্গে জাতীয় দলে ফেরার আহ্বান জানান 

ইমাদ তাঁর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষেতাও সেটা এক বছর আগেতিনি প্রতিনিয়ত বিবৃতি দিয়ে যাচ্ছেন যে তাঁর অবসর সিদ্ধান্তই  শেষ সিদ্ধান্ত নয়তিনি দেশের প্রয়োজনে দলে ফিরতে প্রস্তুত 

তবে, উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত তিনি অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করতে ইচ্ছুক নাতিনি মনে করেন যে, তাঁকে একটি সিরিজের জন্য দলে আনা হতে পারেতারপর আবার দলে থেকে বাইরে থাকতে হতে পারে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link