ব্যাঙ্গালুরুর বুকে ট্রাভিস হেডের টর্নেডো

ভারতের মাটি বড্ড পছন্দ ট্রাভিস হেডের, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে তাঁর বিধ্বংসী ইনিংসের কথা এখনো ভুলেনি কেউই। আইপিএলেও নিজের সেরা ছন্দ দেখাতে ছাড় দিচ্ছেন না তিনি। একের পর এক দারুণ পারফরম্যান্স দিয়ে চলছেন, সবশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছে দুর্দান্ত সেঞ্চুরি।

এদিন মাত্র ৪১ বলে ১০২ রান করেছেন এই ব্যাটার। ইনিংসটি খেলার পথে নয়টি চার ও আটটি ছক্কা একাই হাঁকিয়েছেন তিনি – অর্থাৎ ৮৪ রান করেছেন স্রেফ ১৭ বলে। তাঁর এমন টর্নেডো ব্যাটিংয়েই অবিশ্বাস্য সংগ্রহ দাঁড় করানোর ভিত পেয়ে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

শুরু থেকেই আগ্রাসী ছিলেন অজি ক্রিকেটার, চার মেরে রানের খাতা খুলেছিলেন। পরের বলেই হাঁকিয়েছেন ছক্কা। তখনি বোঝা গিয়েছিল দিনটা তাঁর হতে যাচ্ছে। ষষ্ঠ ওভারে ইয়াশ দয়ালের পাঁচ বল থেকে ১৯ রান নেন তিনি, তাতেই ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ হয়ে যায়।

পাওয়ার প্লে শেষ হলেও অবশ্য এই ওপেনারের তান্ডব থামেনি। সপ্তম ওভারে উইল জ্যাকসের তিন বল থেকে নিয়েছেন ১৬ রান। শতাধিক রানের উদ্বোধনী জুটি ভেঙে ব্যাঙ্গালুরুকে স্বস্তি এনে দেন রিচ টপলি, আউট করেন অভিষেক শর্মাকে।

কিন্তু, সেই স্বস্তিও স্থায়ী হতে দেননি হেড, বারোতম ওভারে তিন চার মেরে তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন তিনি। ততক্ষণে দলীয় সংগ্রহ ১৫০ রানের গন্ডি পেরিয়ে গিয়েছে।

নিজের কাজ শেষ করে এই তারকা প্যাভিলিয়নে ফিরেছেন লকি ফার্গুসনের বলে। তবে তাঁর তান্ডবলীলা টেনে নিয়ে গিয়েছেন দলের বাকিরা। হেনরিখ ক্লাসেন ৩১ বলে করেছেন ৬৭ রান।

এছাড়া এইডেন মার্করামের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩২ আর আবদুল সামাদের ব্যাট থেকে এসেছে ১০ বলে ৩৭ রান। তাতেই ২৮৭ রান করতে সক্ষম হয়েছে হায়দ্রাবাদ, যা কি না আইপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড।

নিলামে বড় অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে ট্রাভিস হেডকে দলে নিয়েছিল সানরাইজার্স কতৃপক্ষ। সেটার প্রতিদানে দু’হাত উজাড় করে দিচ্ছেন তিনি, প্রতি ম্যাচেই দলকে এনে দিচ্ছেন উড়ন্ত শুরু। টুর্নামেন্টের বাকি অংশেও এমন ফর্ম ধরে রাখবেন অজি তারকা এমনটাই প্রত্যাশা টিম ম্যানেজম্যান্টের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link